kailash Vijaybargiya

বারাসতে কৈলাস, দুয়ারে সরকারের পাল্টায় বিজেপি

শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগ দেবেন কি না সে প্রসঙ্গে একটি লাইনও খরচ করেননি কৈলাস। গাইঘাটার সাংসদ শান্তনু ঠাকুরকে নিয়ে প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২০ ১৭:১৯
Share:

শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগ দেবেন কি না সে প্রসঙ্গে একটি লাইনও খরচ করেননি কৈলাস। গাইঘাটার সাংসদ শান্তনু ঠাকুরকে নিয়ে প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। নিজস্ব চিত্র

বিধানসভা নির্বাচনের আগে মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সম্প্রতি ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ঘোষণা করেছেন। তার পরেই বিজেপি পাল্টা কর্মসূচির কথা ঘোষণা করে। ‘ঘরে ঘরে সম্পর্ক’ নামের সেই কর্মসূচিতেই শনিবার উত্তর ২৪ পরগনার বারাসতের কামাখ্যা মন্দিরে এলেন এ রাজ্যে বিজেপি-র কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সাধারণ মানুষের হাতে লিফলেট বিলি করেন তিনি।

Advertisement

তবে এই এখানেও তাঁর আক্রমণের নিশানায় ‘ভাইপো’। তিনি বলেন, ‘‘কয়লা মাফিয়া, গরু মাফিয়া, সিন্ডিকেট রাজ, সোনা মাফিয়াদের ভাইপো সহযোগিতা করেছে। এমনকি আমপানে প্রধানমন্ত্রীর দেওয়া হাজার কোটি টাকাতেও দুর্নীতি হয়েছে।’’ তৃণমূল সরকারের দিকে তোপ দাগেন। বলেন, ‘‘রাজ্যের সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হচ্ছে। সাধারণ মানুষ অনেক দিন আগেই সরকারের উপরে আস্থা হারিয়েছেন। এখন দেখা যাচ্ছে প্রভাবশালী মন্ত্রীও আর সরকারের উপর ভরসা করতে পারছেন না।’’

তবে, শুভেন্দু অধিকারীর বিজেপি-তে যোগ দেবেন কি না সে প্রসঙ্গে একটি লাইনও খরচ করেননি কৈলাস। গাইঘাটার সাংসদ শান্তনু ঠাকুরকে নিয়ে প্রশ্নও এড়িয়ে গিয়েছেন তিনি। তবে তাঁর মুখে শনিবার শোনা গিয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রসঙ্গ। তিনি বলেছেন, ‘‘সিএএ সংসদে পাশ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল-সহ একাধিক বিরোধী দল সুপ্রিম কোর্টে মামলা করেছে। সেই মামলা থেকে মুক্ত হয়ে আগামী জানুয়ারি মাস থেকে বাংলাদেশ থেকে আসা সমস্ত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে।’’

Advertisement

আরও পড়ুন: কোভ্যাক্সিন নেওয়ার পর করোনা ধরা পড়ল হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রীর

দিনকয়েক আগে শান্তনু ঠাকুর রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষের সভায় উপস্থিত না থেকে কড়া বার্তা দিয়ে বলেছিলেন, ‘‘কেউ মতুয়াদের কথা ভাবছে না।’’ সেই ‘ক্ষতে’ প্রলেপ দিতেই হয়তো জানুয়ারি থেকে সিএএ কার্যকর করার কথা বলেন কৈলাস। এমনটাই মত রাজনীতিকদের একাংশের

আরও পড়ুন: তৃণমূল বিধায়ক খুনের মামলায় মুকুল রায়কে চার্জশিট সিআইডি-র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন