Petrapol

Petrapol: পেট্রাপোল সীমান্তে নতুন টার্মিনালের উদ্বোধন

ভারত এবং বাংলাদেশের মন্ত্রীরা জানান, আধুনিক মানের টার্মিনাল নির্মাণের ফলে আগামী দিনে যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বনগাঁ শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২১ ২৩:২৭
Share:

পেট্রাপোল সীমান্তে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং ১-এর উদ্বোধন করলেন ভারত এবং বাংলাদেশের মন্ত্রীরা নিজস্ব চিত্র।

পেট্রাপোল সীমান্তে প্যাসেঞ্জার টার্মিনাল বিল্ডিং ১-এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই ও নিশীথ প্রামাণিক। ছিলেন বাংলাদেশের জাহাজ মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরীও। এছাড়াও প্রস্তাবিত দ্বিতীয় বাণিজ্যিক গেটের শিলান্যাস হয়।

Advertisement

আধুনিক মানের এই টার্মিনালে রয়েছে ৩২টি অভিবাসন, ৪টি আবগারি এবং ৮ টি সিকিউরিটি কাউন্টার। ভারত এবং বাংলাদেশের মন্ত্রীরা জানান, আধুনিক মানের টার্মিনাল নির্মাণের ফলে আগামী দিনে যাত্রীদের যাতায়াতের সুবিধা হবে।

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ভারত এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীদের ইচ্ছায় এই নতুন টার্মিনালের উদ্বোধন হল। অন্য দিকে, বাংলাদেশের জাহাজ মন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে বাংলাদেশকে এই উপহার দেওয়ায় আমরা অত্যন্ত খুশি। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের সম্পর্ক। আগামীতে আমরাও বেনাপোলে উন্নয়ন করার চেষ্টা করব।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন