TMC Inner Conflict

‘দুর্নীতি’র ফাইল খুলব, হুঁশিয়ারি বিধায়কের

সাংসদের উদ্দেশ্যে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের প্রশ্ন, ‘‘আপনার থেকে বড় চোর কে আছে? চাকরি দেওয়ার নাম করে টাকা, পরীক্ষার্থীদের টাকা, ভাটপাড়া পুরসভাকে দেউলিয়া করেছেন আপনি।”

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ব্যারাকপুর শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৩ ০৬:১৬
Share:

ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ —ফাইল চিত্র।

নাম না করে আবারও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহকে দুর্নীতিগ্রস্ত বলে বিঁধলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। দাবি করলেন, তাঁর কাছে থাকা তথ্যপ্রমাণ ভরা হলুদ ফাইল তিনি খুলবেন। রবিবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে এক দলীয় সভায় কর্মীদের আগামী লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কথা বলে সোমনাথ বলেন, ‘‘আমার কাছে একটা হলুদ ফাইল আছে, সেটা আমি খুলব। তাতে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া-সহ নানা দুর্নীতির তথ্য আছে। সেই ফাইল খুললে পালাবার পথ পাবেন না অর্জুন সিংহ। সাদ্দাম হুসেনের মতো লুকনোর জায়গা পাবেন না।’’

Advertisement

সাংসদের উদ্দেশ্যে বিধায়কের আরও প্রশ্ন, ‘‘আপনার থেকে বড় চোর কে আছে? চাকরি দেওয়ার নাম করে টাকা, পরীক্ষার্থীদের টাকা, ভাটপাড়া পুরসভাকে দেউলিয়া করেছেন আপনি। কত মানুষের গ্র্যাচুইটির টাকা চলে গেল আপনার পেটে! এত টাকার হিসাব দিতে হবে। জবাব দিতে হলে পদত্যাগ করে আসুন, আমিও আসব। সামনাসামনি কথা হবে। তখন দৌড় করাব আমি।’’ উত্তরে থেমে থাকেননি অর্জুনও। তিনি পাল্টা বলেন, ‘‘এক জন লোহা চোর কী বলছে, তার জবাব আমি দেব না। দলের উচ্চ নেতৃত্ব দেখছেন বিষয়টি। যা বলার, তাঁরাই বলবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন