আড়িয়াদহ কাণ্ডের জয়ন্ত সিংহের নাম উঠে আসার পর দুধসাদা রঙের বাড়িটি নিয়ে শুরু হয় বিতর্ক। —প্রতিনিধিত্বমূলক ছবি।
শীঘ্রই ভাঙা হবে ‘জায়ান্ট’ জয়ন্ত সিংহের বিশাল বাড়ি। সে জন্য দরপত্রের আহ্বান করা হয়েছে। এ বার ওই বাড়ি থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দিল কামারহাটি পুরসভা। রবিবার পুর কর্তৃপক্ষের তরফে আড়িয়াদহের প্রতাপ রুদ্র লেনের দুধসাদা প্রাসাদোপম বাড়িটিতে গিয়েছিলেন কর্মীরা। বাড়ির সদর দরজায় একটি নোটিস দিয়ে যান তাঁরা। তাতে লেখা, কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে আগামী ১৩ জুনের মধ্যে বাড়িটি ভাঙা হবে। তার আগে বাড়ির বাসিন্দাদের অনুরোধ করা হচ্ছে, যাবতীয় প্রয়োজনীয় জিনিস সরিয়ে নিন।
উল্লেখ্য, আড়িয়াদহ-কাণ্ডে গ্রেফতার হওয়ার পরে তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্তের ওই বাড়িটি নিয়ে শোরগোল হয়। অভিযোগ ওঠে, বেআইনি ভাবে নির্মীত হয়েছে বিশাল ওই বাড়ি। পরে জানা যায়, বাড়িটি সম্পর্কে পুরসভার কাছেও কোনও রেকর্ড ছিল না। পরবর্তী সময়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের কাছ থেকে পাওয়া রেকর্ডে দেখা যায়, জমিটি জনৈক দিলীপ মুখোপাধ্যায়ের নামে।
ঘটনাক্রমে কিছু দিন আগে সাদা অট্টালিকা ভাঙার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। গত ১৯ এপ্রিল কামারহাটি পুরসভা সময়সীমা বাড়ানোর আবেদন জানালে বিচারপতি গৌরাঙ্গ কান্ত বলেন, ‘‘এক মাসের মধ্যে অনেক কিছু করা যায়। অন্ততপক্ষে ২টি তলা ভাঙুন। তারপরে এসে সময় চান, নিশ্চয়ই বাড়িয়ে দেব। এমন পদক্ষেপ নিন, যাতে আমরা বুঝতে পারি আপনাদের কাজ করার সদিচ্ছা রয়েছে।’’
ঘটনাক্রমে বাড়ি ভাঙার জন্য ই-টেন্ডার ডেকেছে পুরসভা। এ বার পুরসভা নোটিস দিয়ে জানিয়েছে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় জিনিস নিয়ে বাড়িটি ছেড়ে দিতে হবে বাসিন্দাদের। নোটিসে উল্লেখ, বাড়ি ভাঙার বিষয়ে পুরসভার ‘চিফ ইঞ্জিনিয়ার’ তমাল দত্ত এবং আরিয়াদহ ও দক্ষিণেশ্বর থানাকেও জানিয়ে দেওয়া হয়েছে। নোটিসে সই রয়েছে পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার।