Accidental Death

৪১টি বাইক নিয়ে কলকাতা থেকে ‘জয় রাইড’, দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে ‘রিল’ বানাতে গিয়ে মৃত এক

রবিবার কলকাতা থেকে বেশ কয়েক জন যুবক বাইকে করে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। মোট ৪১টি অত্যাধুনিক বাইক নিয়ে একটি দল যাচ্ছিল। চালকদের পরনে ছিল ‘রাইডিং সুট’। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৬:৩৭
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

বাইক চালাতে চালাতে চোখ মোবাইলে। ক্ষণিকের অসাবধানতায় প্রাণ হারালেন যুবক। বাইক নিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারেন তিনি। পুলিশ সূত্রে খবর, ‘রিল’ বানাতে গিয়ে পথদুর্ঘটনায় মৃত্যু হয়েছে কলকাতার ওই ‘বাইক রেসার’-এর। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের গুড়াপ থানার কংসারিপুর মোড় এলাকায়। মৃতের নাম শেখ মহম্মদ হাসেম (২৫)। তাঁর বাড়ি কলকাতার পশ্চিম পুটিয়ারি এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, রবিবার কলকাতা থেকে বেশ কয়েক জন যুবক বাইকে করে বর্ধমানের দিকে যাচ্ছিলেন। জানা যাচ্ছে, মোট ৪১টি অত্যাধুনিক বাইক নিয়ে একটি দল যাচ্ছিল। চালকদের পরনে ছিল ‘রেসিং সুট’। দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এক বাইকচালক নিয়ন্ত্রণ হারিয়ে বর্ধমানগামী একটি ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারেন। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করেন সঙ্গীরা।

পুলিশের সহযোগিতায় ওই বাইকচালককে ধনিয়াখালি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। গুড়াপ থানার পুলিশ মৃতের নাম-ঠিকানা জোগাড় করে পরিবারে খবর পাঠিয়েছে। পাশাপাশি চুঁচুড়া সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, সমাজমাধ্যমের জন্য ‘রিল’ বানাতে গিয়ে ওই দুর্ঘটনা হয়েছে। ৪১টি বাইক নিয়ে কলকাতা থেকে ‘জয় রাইড’-এ বর্ধমান যাচ্ছিলেন একদল যুবক। তাঁদের মধ্যে এক যুবক চলন্ত বাইকে রিল তৈরি করছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারে ধাক্কা মারে তাঁর বাইক। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই যুবকের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement