Lok adalat

Lok Adalat: লোক আদালতে নিষ্পত্তি তেরোশো কোটি টাকার মামলা

দক্ষিণ ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব জানান, শনিবার লোক আদালতের জন্য ৩২টি বেঞ্চ গঠন করা হয়েছিল।

Advertisement

রাজীব চট্টোপাধ্যায়

শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২১ ০৭:২২
Share:

প্রতীকী ছবি।

করোনা-আবহে জমে রয়েছে মামলার পাহাড়। বহু দিন ধরে জমে থাকা সে সব মামলার নিষ্পত্তির জন্য নির্দিষ্ট সময় অন্তর রাজ্যের প্রতিটি জেলায় বসে লোক আদালত। গত শনিবার এমনই ৭,৮৫৪টি মামলার নিষ্পত্তি হল দক্ষিণ ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আয়োজিত লোক আদালতে। সংস্থা সূত্রে খবর, এ বারের লোক আদালতের বাণিজ্যিক বেঞ্চ-এ ১৩০০ কোটি টাকা অর্থমূল্যের একটি মামলার নিষ্পত্তি হয়েছে।

Advertisement

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শুভ্রকান্তি ধরের দাবি, ‘‘রাজ্যের কোনও লোক আদালতে এর আগে এত বিপুল অঙ্কের বাণিজ্যিক মামলার নিষ্পত্তি হয়েছে বলে আমাদের জানা নেই। সেই অর্থে এই জেলা একটি দৃষ্টান্ত স্থাপন করল।’’

লোক আদালতে গঠিত দুই সদস্যের বাণিজ্যিক বেঞ্চ-এর অন্যতম সদস্য আইনজীবী জয়ন্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘দু’টি বাণিজ্যিক সংস্থার মধ্যে ট্রেডমার্ক আইন এবং কপিরাইট আইনে একটি মামলা চলছিল আলিপুর বাণিজ্যিক আদালতে।

Advertisement

একটি সংস্থার অভিযোগ ছিল, তাদের উৎপাদিত দ্রব্যের নামের সঙ্গে সাযুজ্য রয়েছে অন্য একটি সংস্থার তৈরি জিনিসে। এর ফলে, তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় সংস্থার থেকে প্রথম সংস্থাটি এর জন্য তেরোশো কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিল।মামলাটি আলিপুর কমার্শিয়াল কোর্ট-এ চলছিল। তবে, সেখানে মামলাটির নিষ্পত্তি
হয়নি।’’

শনিবার লোক আদালতের কমার্শিয়াল বেঞ্চ-এ মামলাটি পাঠানো হয়েছিল। জয়ন্তবাবুর দাবি, ‘‘প্রথম বাণিজ্যিক সংস্থাটি ক্ষতিপূরণের দাবি প্রত্যাহার করে নেয়। দ্বিতীয় সংস্থাটি জানিয়ে দেয়, তারা বাজারে আর ওই নামে পণ্য বিক্রি করবে না। আপস মীমাংসা হয় দু’পক্ষের।’’

দক্ষিণ ২৪ পরগনা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব জানান, শনিবার লোক আদালতের জন্য ৩২টি বেঞ্চ গঠন করা হয়েছিল। সেখানে মোট ৭,৮৫৪টি মামলার নিষ্পত্তি হয়। সব মিলিয়ে মামলাগুলির অর্থমূল্য ১৩০৫,৩৫,৮২,৬৪৩ টাকা। তিনি জানান, ব্যাঙ্ক সংক্রান্ত ৪০০টি মামলা আদালতে ওঠে। তার মধ্যে মীমাংসা হয় ৩০০টির। ‘মোটর ভেহিকেলস আইন’ সংক্রান্ত ৬,২৮৯টি মামলার মধ্যে নিষ্পত্তি হয় ৬,০৫৩টির। বিদ্যুৎ আইন সংক্রান্ত ১৫৫টি মামলার মধ্যে মীমাংসা হয় ৮২টির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন