দেওয়াল লিখনকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের মারামারি

হাসনাবাদ ব্লক তৃণমূল সভাপতি এসকেন্দার গাজির দাবি, ‘‘কংগ্রেসের ছেলেরাই আমাদের মারধর করেছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

বসিরহাট শেষ আপডেট: ২৮ মার্চ ২০১৯ ০০:১৯
Share:

ভাঙচুর: কংগ্রেসের কার্যালয়ে। নিজস্ব চিত্র

দেওয়াল লিখনকে কেন্দ্র করে বচসা, মারামারি বাধল কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে। বুধবার ঘটনাটি ঘটেছে হাসনাবাদের তালপুকুর বাজারে। কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুর চলে। বাধা দিতে গেলে কংগ্রেস কর্মীদের মারধর করা হয় বলেও অভিযোগ। কংগ্রেসের দাবি, তাদের দুই সমর্থক হাফিজুল মল্লিক ওরফে হ্যাপি এবং আরিজুল গাজিকে আহত অবস্থায় বসিরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের দাবি, সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে তাদের উপরে চড়াও হয়েছিল কংগ্রেসের লোকজন। এই ঘটনায় তাদের কয়েকজন আহত হয়। দু’পক্ষ থানায় অভিযোগ করেছে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বিকেল ৪টে নাগাদ কয়েকজন কংগ্রেস সমর্থক তাঁদের দলীয় প্রার্থী কাজি আব্দুর রহিম দিলুর নামে দেওয়াল লিখছিলেন। সে সময়ে তৃণমূল সমর্থকেরা বাধা দেন বলে অভিযোগ। দু’পক্ষের মধ্যে গন্ডগোল বেধে যায়। কংগ্রেস নেতা অমিত মজুমদার জানান, সন্ধ্যা নাগাদ তালপুকুর বাজারে দু’তলায় কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের পক্ষ থেকে হামলা চালানো হয়। চেয়ার-টেবিল, জানালার কাচ-সহ সেখানে থাকা আসবাবপত্রও ভাঙা হয় বলে অভিযোগ। দিলু বলেন, ‘‘এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী দেওয়ায় ভীত হয়ে পড়েছে তৃণমূল। তাই তারা দেওয়াল লিখনে বাধা দিচ্ছে। দলের কার্যালয়ও ভাঙচুর করেছে।’’

অন্য দিকে, হাসনাবাদ ব্লক তৃণমূল সভাপতি এসকেন্দার গাজির দাবি, ‘‘কংগ্রেসের ছেলেরাই আমাদের মারধর করেছে।’’ তৃণমূলের লোকসভার আহ্বায়ক ফিরোজ কামাল গাজি বলেন, ‘‘আমাদের দেওয়াল লেখা মুছে কংগ্রেস তাদের প্রার্থীর নাম লিখছিল। প্রতিবাদ করায় আমাদের সফিকুল গাজিকে ওরা মারধর করে। মানুষ এর প্রতিবাদ করেছে।’’

Advertisement

আরও পড়ুন: দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন