Hasnabad Rape Case

নাবালিকা নাতনিকে ধর্ষণ! মেয়ের অভিযোগে হাসনাবাদে গ্রেফতার বাবা, আশঙ্কাজনক ‘নির্যাতিতা’

অভিযুক্তের বয়স ৫০ বছরের আশপাশে। তাঁর মেয়ের বিয়ে হয়েছে একই পাড়াতেই। সোমবার বিকেলে ওই ব্যক্তির নাতনি বাড়ির পাশে একটি মাঠে খেলছিল। অভিযোগ, সেই সময় নাতনিকে আদর করে নিজের ঘরে ডেকে নিয়ে যান দাদু।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৪:০৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন দাদু। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানা এলাকার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে নাবালিকা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তের বয়স ৫০ বছরের আশপাশে। তাঁর মেয়ের বিয়ে হয়েছে একই পাড়াতেই। সোমবার বিকেলে ওই ব্যক্তির নাতনি বাড়ির পাশে একটি মাঠে খেলছিল। অভিযোগ, সেই সময় নাতনিকে আদর করে নিজের ঘরে ডেকে নিয়ে যান দাদু। সেই সময় বাড়িতে আর কোনও সদস্য ছিলেন না। সেই সুযোগে নাতনিকে ওই ব্যক্তি যৌন হেনস্থা করেন বলে অভিযোগ।

নাবালিকার কান্নাকাটি শুনে পাশের বাড়ি থেকে তার মা বেরিয়ে আসেন। বাপের বাড়িতে ঢুকে তিনি চমকে যান। সঙ্গে সঙ্গে ওই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়।

Advertisement

নাবালিকাকে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান পরিবারের লোকজন। সেখানেই তার চিকিৎসা চলছে এখন। মঙ্গলবার হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন নাবালিকার মা। মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা করেছেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে হাসনাবাদ থানার পুলিশ। সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। হাসপাতালে গিয়ে নাবালিকার গোপন জবানবন্দি নিয়েছে পুলিশ ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement