—প্রতিনিধিত্বমূলক চিত্র।
দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন এক যুবক। বৃহস্পতিবার সকালে উত্তর দুর্গাপুর অঞ্চলে এই ঘটনা হয়েছে। মৃতের নাম অনিমেষ নাথ। ৩০ বছরের যুবক পেশায় গাড়িচালক। তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন বাবা-মা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লাগাতার বৃষ্টির কারণে অনিমেষের বাড়ির টিভি ঠিকঠাক দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার সকালে সেট টপ বক্স মেরামতির চেষ্টা করছিলেন অনিমেষ। সেই সময়েই ঘটে যায় বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ছিটকে পড়েন। চিৎকার শুনে ঘরে ছুটে আসেন তাঁর মা এবং প্রতিবেশীরা। তড়িঘড়ি তাঁকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখান থেকে অনিমেষকে নিমপীঠ শ্রীরামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বৃদ্ধ মা-বাবা। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, অনিমেষ শান্ত স্বভাবের পরিশ্রমী মানুষ ছিলেন। পরিবারের অন্যতম রোজগেরে ছিলেন তিনি।