দুষ্কৃতীর ছোঁড়া গুলিতে জখম

দোকানে বসে চা খাওয়ার সময় দুষ্কতীর ছোঁড়া গুলিতে জখম হলেন এক ব্যক্তি। বছর আটচল্লিশের দেবাশিস মণ্ডল নামে ওই ব্যক্তি ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি। তাঁর বাড়ি স্থানীয় ধনবেড়িয়া গ্রামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ০২:৫২
Share:

দোকানে বসে চা খাওয়ার সময় দুষ্কতীর ছোঁড়া গুলিতে জখম হলেন এক ব্যক্তি। বছর আটচল্লিশের দেবাশিস মণ্ডল নামে ওই ব্যক্তি ডায়মন্ডহারবার জেলা হাসপাতালে ভর্তি। তাঁর বাড়ি স্থানীয় ধনবেড়িয়া গ্রামে। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে ডায়মন্ডহারবারের ৭ নম্বর ওর্য়াডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ ওই ওর্য়াডের কমিউনিটি হলের পাশের একটি চা দোকানে বসে চা খাচ্ছিলেন দেবাশিসবাবু। সে সময় একজন মোটর বাইকে করে এসে তাঁকে গুলি করে চম্পট দেয়। তাঁর ডান পায়ে গুলি লাগে । পুলিশ জানিয়েছে, দেবাশিসবাবুর স্ত্রী লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত শুরু হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement