ভেসেল থেকে লাফ দেন এক যাত্রী। —নিজস্ব চিত্র।
ভেসেলভর্তি যাত্রী। হঠাৎ ঝুপ করে শব্দ। মুহূর্তের মধ্যে হইহই করে ওঠেন সকলে। তার পর সারা রাত খোঁজ চলে। সকাল থেকে আবার শুরু হয়েছে তল্লাশি। কিন্তু এখনও সন্ধান মেলেনি ভেসেলের এক যাত্রীর। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে মাঝ মুড়িগঙ্গায় ভেসেল থেকে ঝাঁপ দেন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি।
দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের একটি ঘাট কচুবেড়িয়া লট নাম্বার ৮। শনিবার রাতে সেখানে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটে। কাকদ্বীপ থেকে গঙ্গাসাগরের দিকে যাওয়া ভেসেল থেকে লাফ দেন এক যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ভেসেল তখন মাঝ মুড়িগঙ্গায়। হঠাৎ এক জনকে লাফিয়ে নদীতে পড়তে দেখেন তাঁরা। তাঁদের চিৎকার-চেঁচামেচিতে ভেসেলের চালক এবং কর্মীরা ব্যস্ত হয়ে পড়েন। শুরু হয় খোঁজ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় প্রশাসনকে। কিন্তু রাতভর খোঁজাখুঁজির পরেও ওই ব্যক্তির সন্ধান মেলেনি। প্রবল জোয়ারের টানে ওই ব্যক্তি ভেসে যান।
রবিবার সকাল থেকে আবার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি শুরু করেছে। গঙ্গাসাগর যাওয়ার জন্য ভেসেলে ওঠা ওই ব্যক্তি কোথা থেকে আসছিলেন, তাঁর নাম কী, এ সব কিছুই জানা যায়নি। তাঁর সম্পর্কে তথ্য জোগাড়ের চেষ্টা করছে পুলিশ।
বা কোথায় যাচ্ছিলেন—সে সম্পর্কেও স্পষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি। কাকদ্বীপ কোটালপুর থানার এক আধিকারিক জানান, ভেসেলের যাত্রীদের তালিকা এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। আসপাশ থানায় কোনও ব্যক্তির নামে নিখোঁজ ডায়েরি করা হয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে।