American Airlines Flight Catches Fire

আবার বোয়িং, আবার আগুন! ওড়ার মুখে কালো ধোঁয়া, পড়িমরি করে লাফ আমেরিকার উড়ানের যাত্রীদের

আমেরিকান এয়ারলাইন্সের ৩০২৩ বিমানটি উড়ানের প্রস্তুতি নিচ্ছিল। গন্তব্য মায়ামি। বিমানে ছিলেন ১৭৩ জন যাত্রী। কিন্তু উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৫ ১১:০৫
Share:

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন! শিশুকে কোলে নিয়ে নেমে পড়েছেন আতঙ্কিত এক যাত্রী। ছবি: এক্স (সাবেক টুইটার)।

সবে রানওয়ে ছেড়ে উড়েছে। তখনই ধোঁয়ায় ঢেকে গেল বোয়িং বিমান। যাত্রীদের মধ্যে শুরু হুড়োহুড়ি। অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন ১৭৩ জন যাত্রী এবং ছ’জন ক্রু। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে আমেরিকার ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে।

Advertisement

আমেরিকায় তখন দুপুর ২টো বেজে ৪৫ মিনিট। ওড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল আমেরিকান এয়ারলাইন্সের ৩০২৩ উড়ান। গন্তব্য মায়ামি। বিমানে ছিলেন ১৭৩ জন যাত্রী। কিন্তু ওড়া ঠিক আগের মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। ওই সমস্যা কাটিয়ে উঠে ওড়ার চেষ্টা করতেই আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আপৎকালীন সাইরেন বাজতে থাকে। কন্ট্রোলার ককপিটে সতর্কবার্তা পাঠান। তিনি জানান, উড়ানটিতে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। আগুনের শিখাও লক্ষ করা যাচ্ছে। ক্রমশ সেটা ছড়াচ্ছে। তার কিছু ক্ষণ পরে কন্ট্রোলারের আবার সাবধানবাণী, ‘‘আপনারা একেবারে আগুনের মধ্যে পড়েছেন।’’

শুরু হয় আপৎকালীন অবতরণের চেষ্টা। তবে যাত্রীরা আতঙ্কে জরুরিকালীন দরজা দিয়ে লাফিয়ে নেমে পড়েন। ওই দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। তাতে দেখা যাচ্ছে, বিমানের বাঁ দিকের পিছনের অংশ দিয়ে গল গল করে কালো ধোঁয়া বার হচ্ছে। তখন লাফ দিয়ে নামতে দেখা যায় কয়েক জন যাত্রীকে। ঘটনাস্থলে দেখা যায় ডেনভারের দমকল বিভাগের কর্মীদের।

Advertisement

পরে দমকল বিভাগের তরফে জানানো হয়, আগুন নেবানো গিয়েছে। তবে কী কারণে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু করে দিয়েছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। জানা যাচ্ছে, যে বিমানটিতে আগুন লাগে, সেটি বোয়িংয়ের তৈরি ম্যাক্স ৮। বিমানের চাকায় কী ভাবে আগুন লাগল, তা এখনও জানা যায়নি। তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী এবং বিমানকর্মীদের সকলকেই নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে। পাঁচ-ছ’জন অল্প জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরে অন্য একটি বিমানে ওই যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।

এর মধ্যে আমেরিকান এয়ারলাইন্স একটি বিবৃতিতে জানিয়েছে, রক্ষণাবেক্ষণের সময় বিমানের চাকায় সমস্যা দেখা দিয়েছিল। মনে করা হচ্ছে, ল্যান্ডিং গিয়ারেই সমস্যা হয়েছিল। অন্য দিকে, বার বার বোয়িংয়ের বিমানে দুর্ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। অহমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে ২৬০ জনের মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। সে নিয়ে তদন্ত চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement