শনিবার রাত সাড়ে ন’টা থেকে ১০টার মধ্যে তরুণীকে খুন করা হয়। —প্রতীকী চিত্র।
ঘোলা থানা এলাকার আজাদ হিন্দ নগরে এক গৃহবধূকে খুনের ঘটনার পরে ২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর স্বামী ও সন্তানের খোঁজ পেল না পুলিশ। এ বিষয়ে ওই বধূর শ্বশুরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
গত শনিবার রাতে পানিহাটি পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডের আজাদ হিন্দ নগরের একটি বাড়ি থেকে দু’হাতের শিরা কাটা অবস্থায় প্রিয়াঙ্কা নাথ সরকার নামে ওই তরুণীর দেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনার পর থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ প্রিয়াঙ্কার স্বামী সুকান্ত নাথ ও তাঁদের সাত বছরের সন্তান। পুলিশ সূত্রের খবর, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শনিবার রাত সাড়ে ন’টা থেকে ১০টার মধ্যে ওই তরুণীকে খুন করা হয়।
প্রাথমিক ভাবে তদন্তকারীরা জেনেছেন, ঘটনার পরে সুকান্তের সঙ্গে তাঁর বাবার যোগাযোগ হয়েছিল। যদিও এই বিষয়টি পুলিশকে আগে জানাননি ওই ব্যক্তি। প্রিয়াঙ্কার পরিবার অবশ্য আগেই অভিযোগে জানিয়েছে, ঘটনাটি পূর্ব-পরিকল্পিত বলে তাদের সন্দেহ।
পুলিশের অনুমান, সুকান্ত তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে গা-ঢাকা দিয়েছেন অথবা কোনও সুরক্ষিত জায়গায় ছেলেকে রাখা হয়েছে। পুলিশ জেনেছে, স্ত্রীকে সন্দেহ করতেন সুকান্ত। সম্প্রতি একটি জায়গায় কাজে যোগ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। অভিযোগ, সেখানে গিয়েও স্ত্রীর উপরে নজরদারি চালাতেন তিনি।
তদন্তকারীরা জানান, সুকান্তের ভিন্ রাজ্যে পালানোর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে প্রিয়াঙ্কাকে খুন করা এবং তাঁর দেহ উদ্ধারের মাঝের সময়ে সুকান্ত কোথায় যেতে পারেন, তা জানার চেষ্টা চলছে।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে