মর্গ হচ্ছে টিটাগড়ে

পিস হেভেনের আদলে এ বার মর্গ তৈরি করছে টিটাগড় পুরসভা। টিটাগড় পুরসভা সূত্রে খবর, পুরসভার পুরনো মাতৃসদন ভবনের ৩০/২২ বর্গফুটের একটি ঘরেই করা হবে মর্গটি।

Advertisement

বিতান ভট্টাচার্য

শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৭ ০১:৩৪
Share:

পিস হেভেনের আদলে এ বার মর্গ তৈরি করছে টিটাগড় পুরসভা। টিটাগড় পুরসভা সূত্রে খবর, পুরসভার পুরনো মাতৃসদন ভবনের ৩০/২২ বর্গফুটের একটি ঘরেই করা হবে মর্গটি।

Advertisement

শীতাতপ নিয়ন্ত্রিত সেই ঘরে থাকবে ছ’টি ট্রে। প্রতিটি ট্রের সঙ্গে থাকবে আলাদা আলাদা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র। সাত দিন পর্যন্ত দেহগুলি ঠিক থাকবে। এর জন্য পুরসভা ন্যূনতম পরিষেবা খরচ নেবে। এই অর্থবর্ষেই কাজ শেষ হবে। স্থানীয় বিধায়ক তহবিল থেকে প্রাথমিক ভাবে নয় লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। বাকি টাকা পুরসভা দেবে।

ব্যারাকপুর শিল্পাঞ্চলে কাজের জন্য নানা প্রদেশের লোক আসেন। প্রধানত তাঁদের জন্যই এই ভাবনা। পুরসভার চেয়ারম্যান তৃণমূলের প্রশান্ত চৌধুরী বলেন, ‘‘ভিন্‌ রাজ্যের মানুষের মৃত্যুসংবাদ পেয়ে পরিজনদের আসা পর্যন্ত দেহ সংরক্ষণ করার জন্য মর্গ তৈরির ভাবনা।’’

Advertisement

ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ কমিশনার সুব্রত মিত্র বলেন, ‘‘এই অঞ্চলটি দুর্ঘটনাপ্রবণ। আধুনিক এই মর্গটি তৈরির কাজ শেষ হলে এই অ়ঞ্চলে দেহ সংরক্ষণের সুবিধা হবে।’’

ব্যারাকপুরের মহকুমাশাসক পীযূষ গোস্বামী বলেন, ‘‘টিটাগড় পুরসভার উদ্যোগটা খুব ভালো। ভিন্‌ রাজ্যের বাসিন্দা বহু মানুষ এতে উপকৃত হবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন