বাঁধ মানছে না শোক

কখনও অপরাধীদের গ্রেফতারের দাবিতে ক্ষোভ, কখনও স্বজন হারানোর বেদনা— মন্দিরবাজারের গুমকি গ্রামে দিনভর এমনই টুকরো টুকরো চিত্র কৌশিক পুরকাইতের পরিবারে।

Advertisement
শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০০:৫৩
Share:

কখনও অপরাধীদের গ্রেফতারের দাবিতে ক্ষোভ, কখনও স্বজন হারানোর বেদনা— মন্দিরবাজারের গুমকি গ্রামে দিনভর এমনই টুকরো টুকরো চিত্র কৌশিক পুরকাইতের পরিবারে। এক দিকে যখন খুনিদের শাস্তির দাবিতে সিবিআই তদন্ত চাইছেন আইটিআই পড়ুয়া ছেলের বাবা, তখন দাদাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে কৌশিকের দুই বোন সুমনা, সায়নী।

Advertisement

কৌশিক খুনের প্রতিবাদে মিছিল মন্দিরবাজারে। —নিজস্ব চিত্র।

সুমনা পড়েন প্রথম বর্ষে। সায়নী সবে ষষ্ঠ শ্রেণি। ছোট মেয়েটির কথায়, ‘‘বড্ড ভালবাসত দাদা। মাসে এক দু’বার যখনই বাড়ি আসত, ক্যাডবেরি আনত। এক সঙ্গে এ দিক ও দিক ঘুরতে যেতাম।’’ ছবিতে, কৌশিকের মায়ের পাশে সেভ ডেমোক্র্যাসির সদস্যেরা।

Advertisement

তথ্য ও ছবি: দিলীপ নস্কর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন