Furfura Sharif

Twaha Siddiqui: ফাঁদে পা দেবেন না, আবেদন ত্বহা সিদ্দিকির, অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতারের দাবি

ত্বহা বলেন, ‘‘ভারতে আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে বাস করি। নূপুর শর্মার মতো লোকেরা ওই ঐক্য ভাঙার চেষ্টা করছে আর সেই ফাঁদে আমরা পা দিচ্ছি।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ফুরফুরা শেষ আপডেট: ১১ জুন ২০২২ ১৫:২৬
Share:

ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। নিজস্ব চিত্র।

বিজেপির নিলম্বিত (সাসপেন্ডেড) মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য, তৎপরবর্তী ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে এ বার মুখ খুললেন ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি। হাওড়ায় হিংসা বন্ধের আবেদন জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে তাঁর দাবি, ‘‘অশান্তি সৃষ্টিকারীদের গ্রেফতার করুন।’’ সামগ্রিক ঘটনার জন্য মোদী, শাহকে দায়ী করেছেন ত্বহা।

Advertisement

হাওড়ায় হিংসা বন্ধের আবেদন করলেন ত্বহা। বললেন, ‘‘নূপুর শর্মাদের করা বিবৃতির জন্য বহু মুসলমান পথে নেমেছেন। রাস্তাঘাট অবরোধ করছেন। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। মানুষকে কষ্ট দিয়ে অবরোধ ইসলাম শেখায়নি। এটা শরিয়তের শিক্ষা নয়। আপনাদের জানা নেই ওই বিক্ষোভে আর এস এস ঢুকে ঢিল ছুড়বে। আর তাতে বদনাম হবে মুসলমানদের।’’ তিনি আরও বলেন, ‘‘আমি পীরের ছেলে হয়ে আপনাদের কাছে করজোড়ে আবেদন করছি, পায়ে ধরে আবেদন করছি এমন কাজ করবেন না যাতে সমগ্র মুসলমান সমাজের বদনাম হয়। বলতাম আমরা হিন্দু-মুসলমান মিলেমিশে বাস করি। নূপুর শর্মার মত লোকেরা হিন্দু-মুসলমানের ঐক্য ভাঙার চেষ্টা করছে আর সেই ফাঁদে আমরা পা দিচ্ছি।’’ পাশাপাশি, হিংসা বন্ধের আবেদন জানিয়ে প্রশাসনের কাছে ত্বহার আর্জি, ‘‘প্রশাসনের কাছে অনুরোধ, কিছু চ্যাংড়া ছেলে ইসলাম ধর্ম নিয়ে বিভিন্ন জিনিস নেটমাধ্যমে ছাড়ছে, তাদের আপনারা অ্যারেস্ট করুন। নূপুর শর্মাকে অ্যারেস্ট করা হয়নি কেন? তাঁকে অ্যারেস্ট করা হয়নি বলেই সারা দেশে এই অবস্থা। এর পিছনে মোদী, অমিত শাহের সমর্থন আছে, সেটা মানুষ বুঝতে পারছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন