প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার

দু’দিন ধরে নিখোঁজ থাকা এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কুলপির পাটকেলবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিশিকান্ত হালদার (৫৫)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৫ ০০:৩৯
Share:

দু’দিন ধরে নিখোঁজ থাকা এক প্রৌঢ়ের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কুলপির পাটকেলবেড়িয়া গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম নিশিকান্ত হালদার (৫৫)।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ওই প্রৌঢ় বাড়ি থেকে বেরিয়েছিলেন। আর পেরেননি। এ দিন সকালে বাগানের ঝোপের মধ্যে একটি বাবলা গাছের ডালে কাপড়ের ফাঁস লাগানো তাঁর ঝুলন্ত দেহ প্রতিবেশীরা দেখতে পান। খবর দেওয়া হয় থানায়। পুলিশ জানিয়েছে, নিশিকান্তবাবুর মানসিক রোগের চিকিৎসা চলছিল। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement