bomb

ISF: বাড়িতে বোমা রাখার অভিযোগে ধৃত হাবড়ার আইএসএফ নেতা, শুরু রাজনৈতিক চাপানউতর

পুলিশের দাবি, ওই আইএসএফ নেতার বাড়িতে পাওয়া গিয়েছে ২০টি বোমা। বিস্ফোরক মজুত করে রাখার অভিযোগে মঙ্গলবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবড়া শেষ আপডেট: ০২ অগস্ট ২০২২ ১৮:২৪
Share:

বোমা রাখার অভিযোগে গ্রেফতার আইএসএফ নেতা। —নিজস্ব চিত্র।

বাড়িতে বোমা রাখার অভিযোগে গ্রেফতার করা হল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর এক নেতাকে। এই ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার হাবড়ার পৃথিবা গ্রাম পঞ্চায়েতের মথুরাপুর-দাসপাড়া এলাকার। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

পুলিশের দাবি, মথুরাপুর-দাসপাড়ার বাসিন্দা হাবিবুর মণ্ডলের বাড়িতে পাওয়া গিয়েছে ২০টি বোমা। বিস্ফোরক মজুত করে রাখার অভিযোগে মঙ্গলবার হাবিবুরকে গ্রেফতার করে পুলিশ। তবে কী কারণে হাবিবুর ওই বোমা মজুত করে রেখেছিল তা পুলিশ জানার চেষ্টা করছে। এলাকায় সে কোনও অপরাধমূলত ঘটনা ঘটানোর চেষ্টা করছিল কি না তা-ও জানার চেষ্টা করছে হাবড়া থানার পুলিশ।

হাবিবুরকে গ্রেফতার নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। আইএসএফের অভিযোগ, এর পিছনে তৃণমূলের রাজনৈতিক চক্রান্ত রয়েছে। যদিও তা অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন