Murder

ঘরের ছাদ ঢালাই নিয়ে বচসা! বজবজে যুবককে রড দিয়ে আঘাত করে খুন ভাইয়ের

রবিবার সকালে আশিস রড দিয়ে দাদা দেবাশিসের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৫:৫৫
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

পারিবারিক বিবাদের জেরে দাদাকে রডের আঘাতে খুন করার অভিযোগ উঠল ছোট ভাইয়ের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম দেবাশিস খাঁ। তাঁর বয়স ৩৫ বছর। এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত আশিস খাঁ ওরফে লালটু। ঘটনাটি ঘটেছে বজবজ থানার অন্তর্গত নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের ভাসা মনসাতলা এলাকার খাঁ পাড়ায়।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবাশিস এবং আশিস, দুই ভাই রাজমিস্ত্রির কাজ করেন। পঞ্চায়েত দফতরের তরফে দেবাশিস একটি ঘর পেয়েছিলেন। সেই ঘরের ছাদ ঢালাইকে কেন্দ্র করেই দুই ভাইয়ের মধ্যে বিবাদ শুরু হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার থেকে দুই পক্ষের মধ্যে বচসা চলছিল। রবিবার সকালে আশিস রড দিয়ে দাদা দেবাশিসের মাথায় আঘাত করেন বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাঁকে বজবজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত আশিস এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্য পলাতক। পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement