ধৃত নজরুল মোল্লা। — নিজস্ব চিত্র।
সন্দেশখালির শাহজাহান শেখের মামলার অন্যতম সাক্ষী ভোলা ঘোষের গাড়িতে ধাক্কা মারার ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। মঙ্গলবার মিনাখাঁ থানার মালঞ্চ এলাকা থেকে গ্রেফতার করা হয় নজরুল মোল্লা নামে জনৈককে। দুর্ঘটনার পর ভোলার অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া এফআইআরে নাম ছিল নজরুলের।
ভোলার অভিযোগ ছিল, ধাক্কা মারার পর ধাতক ট্রাকের চালককে বাইকে নিয়ে পালিয়ে গিয়েছিলেন নজরুল। এর আগে এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছিল। নজরুলকে নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল চার। এই প্রথম এফআইআরে নাম থাকা কাউকে গ্রেফতার করল পুলিশ। আগে যে তিন জনকে গ্রেফতার করা হয়েছিল, তাঁদের কারও নামই এফআইআরে ছিল না। তবে এখনও ঘাতক ট্রাকের চালক অধরাই।
সকালে ভোলার চারচাকার গাড়ি বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ে। উল্টোদিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে গাড়িটি। লরিটিও জলে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িচালক এবং ভোলার কনিষ্ঠ পুত্রের। দুর্ঘটনায় গুরুতর জখম হন ভোলাও। তাঁর অভিযোগ, শাহজাহান মামলার সাক্ষী হওয়াতেই তাঁকে খুন করার ছক কষা হয়েছিল। ভোলার বড় ছেলের দাবি, শাহজাহানের বিরুদ্ধে যাতে সাক্ষী দিতে না-পারেন তাই তাঁর বাবাকে খুন করার চেষ্টা হয়। দুর্ঘটনায় ছোট ছেলেকে হারিয়েছেন ভোলা। বুধবারের ঘটনার পর বৃহস্পতিবার রাজবাড়ি পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে পুলিশ।
নজরুলকে গ্রেফতারির পর মঙ্গলবার তাঁকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করানো হয়। ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল। তবে বিচারক ১০ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন।