Local Train

মল্লিকপুরের কাছে ট্রেন লক্ষ্য করে উড়ে এল পাথর! আঘাত লেগে দাঁত ভাঙল যাত্রীর, ঠোঁটে পড়ল সেলাই

যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, মল্লিকপুরে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে মিঠুনকে প্রথমে টিকিট কাউন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রেলকর্মীরা কোনও সাহায্য করেননি বলে অভিযোগ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৫ ১৮:০৮
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

শিয়ালদহ দক্ষিণ শাখার আপ নামখানা লোকালে চেপে যাচ্ছিলেন মিঠুন মণ্ডল। দরজার কাছেই দাঁড়িয়েছিলেন। মল্লিকপুর স্টেশনে ঢোকার মুখে আচমকাই তাঁর মুখে এসে লাগে পাথর। অভিযোগ, লাইনের পাশ থেকে কেউ বা কারা সেটি ছুড়েছেন। পাথর লেগে জ্ঞান হারিয়ে ট্রেন থেকে পড়ে যাচ্ছিলেন মিঠুন। পাশে থাকা বন্ধু এবং যাত্রীরা তাঁকে কোনও মতে রক্ষা করেন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। যাত্রীদের অভিযোগ, এই ঘটনায় সাহায্য করেনি রেলপুলিশ।

Advertisement

যাত্রীদের সূত্রে জানা গিয়েছে, মল্লিকপুরে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে মিঠুনকে প্রথমে টিকিট কাউন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে রেলকর্মীরা কোনও সাহায্য করেননি বলে অভিযোগ। এর পরে যাত্রীরা তাঁকে হরিহরপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে মিঠুনকে চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তর করা হয়। মিঠুনের উপরের তিনটি দাঁত পড়ে গিয়েছে, আরও চারটি নড়ছে। ঠোঁটে পড়েছে সাতটি সেলাই।

মিঠুন পেশায় দিনমজুর। তাঁর পরিবার জানিয়েছে, মিঠুন সুস্থ হলে সোনারপুর জিআরপিতে অভিযোগ দায়ের করা হবে। তাদের দাবি, আহত যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি লোকাল ট্রেনযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করুন রেল কর্তৃপক্ষ।এই ঘটনার পরে রেলযাত্রীদের নিরাপত্তা এবং রেলের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। ট্রেন পাথর ছোড়ার ঘটনা যদিও নতুন নয়। লোকাল, দূরপাল্লার ট্রেন, এমনকি বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগ উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement