অনলাইনে ত্রুটি, পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় ছাত্রী

অনলাইনে ত্রুটির জন্য স্কলারশিপ পরীক্ষায় বসার সুযোগ হাতছাড়া হতে চলেছে এক দুঃস্থ মেধাবী ছাত্রীর। মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী ও তার পরিবার এখন দিশেহারা অবস্থা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মথুরাপুর শেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৬ ০১:৩৬
Share:

অনলাইনে ত্রুটির জন্য স্কলারশিপ পরীক্ষায় বসার সুযোগ হাতছাড়া হতে চলেছে এক দুঃস্থ মেধাবী ছাত্রীর। মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলে অষ্টম শ্রেণির ছাত্রী ও তার পরিবার এখন দিশেহারা অবস্থা। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগামী ১৩ নভেম্বর মথুরাপুর স্কুলের স্নেহা নাটুয়া নামে অষ্টম শ্রেণির ওই ছাত্রীর সরকারি স্কলারশিপ পরীক্ষা। অনলাইনে ফর্ম জমা দিয়েছিল সে। ২০ অক্টোবর সে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে। কিন্তু সেই কার্ডে লেখা রয়েছে ‘নট ভেরিফাইড’। এরপর ছাত্রীর পরিবারের লোকজন স্কুলের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে বিডিও এবং শিক্ষা দফতরে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু তাতে কাজ হয়নি। ফলে ছাত্রীটির পরীক্ষার বসার সম্ভাবনা নেই বললেই চলে।

Advertisement

এই ঘটনায় হতাশ কৃষ্ণচন্দ্রপুর হাইস্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতির আক্ষেপ, ‘‘ওই ছাত্রী এত দিন ৯০-৯৫ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়ে আসছে। এর আগে সে জাতীয় স্তরের প্রবন্ধ প্রতিযোগিতায় ভাল ফল করেছিল। দরিদ্র পরিবার থেকে আসা ওই কৃতী ছাত্রী অনলাইনে ত্রুটির জন্য পরীক্ষায় বসতে পারবে না এটা ভেবে খারাপ লাগছে।’’

মথুরাপুর ১ বিডিও মুজিবর রহমান বলেন, ‘‘অনলাইনে ছাত্রীটির বাবার আয়ের শংসাপত্রে সমস্যা হয়েছে।’’ জেলা স্কুল পরিদর্শক বাদল মাইতির কথায়, ‘‘ওঁরা আমার কাছে যখন এসেছিলেন, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। আগে যোগাযোগ করলে কিছু ব্যবস্থা করা যেত।’’

Advertisement

পথ দুর্ঘটনায় মৃত্যু। পথ দুর্ঘটনায় মারা গেলেন এক মোটরবাইক চালক। জখম হয়েছেন তাঁর সঙ্গী। বৃহস্পতিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের অমূল্যকাননের কাছে জিটি রোডে। পুলিশ জানায়, মৃতের নাম রাহুল আচার্য (২৬)। বাড়ি শ্রীরামপুরের পাঁচ নম্বর কলোনিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাত পৌনে একটা নাগাদ রাহুল মোটরবাইকে করে এক বন্ধুর সঙ্গে বৈদ্যবাটির দিক থেকে শ্রীরামপুরে যাচ্ছিলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন