Government Hospital

উত্তর ২৪ পরগনার পাঁচটি হাসপাতালে শুরু হল অক্সিজেন বাস পরিষেবা

ব্যারাকপুর, বারাসত, পাণিহাটি, বনগাঁ, হাবরা— এই পাঁচটি হাসপাতালের জরুরি বিভাগের সামনেই থাকবে এই অক্সিজেন বাস।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ২৯ মে ২০২১ ১৬:১১
Share:

হাসপাতালে জরুরি বিভাগের সামনে অক্সিজেন বাস। নিজস্ব চিত্র।

কোভিড আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার জন্য পাঁচটি হাসপাতালের সামনে অক্সিজেন বাস পরিষেবা চালু করলো উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। হাসপাতালে শয্যা না পাওয়ার কারণে অনেক কোভিড আক্রান্ত রোগীদের অক্সিজেনের ঘাটতি হচ্ছে। ইতিমধ্যে অক্সিজেন না পাওয়ার কারণে অনেক রোগী আক্রান্তের মৃত্যুও হয়েছে। তাই অক্সিজেনের ঘাটতি এবং হাসপাতালে আসা রোগীদের প্রাথমিক পরিষেবা দেওয়ার ব্যাপারে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন।

Advertisement

ব্যারাকপুর, বারাসত, পাণিহাটি, বনগাঁ, হাবরা— এই পাঁচটি হাসপাতালের জরুরি বিভাগের সামনেই থাকবে এই অক্সিজেন বাস। কোনও রোগী শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে এল, কিন্তু হাসপাতালে খালি নেই শয্যা। যতক্ষণ না ওই রোগীর জন্য শয্যার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে, ততক্ষণ এই অক্সিজেন বাসে রেখে চিকিৎসা করা হবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের তরফে।

বারাসত জেলা হাসপাতালের সুপার সুব্রত মন্ডল বলেছেন, ‘এই পরিষেবা শুরু হওয়ায় রোগীদের উপকার হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন