Diamond Harbour Medical College Row

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ থেকে নিখোঁজ রোগীকে ৩ দিন পর পাওয়া গেল নয়ানজুলিতে! শোরগোল

মৃতের নাম আরজেদ ফকির। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার গোকর্ণী এলাকার বাসিন্দা ওই বৃদ্ধকে গত ৬ নভেম্বর ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করান তাঁর পুত্র। ১৩ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১২:১৭
Share:

—প্রতীকী চিত্র।

ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে নিখোঁজ ছিলেন এক রোগী। দিন তিনেক পর তাঁর দেহ মিলল একটি নয়ানজুলিতে। রবিবার সকাল থেকে এ নিয়ে শোরগোল ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকায়।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম আরজেদ ফকির। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট থানার গোকর্ণী এলাকার বাসিন্দা তিনি। গত ৬ নভেম্বর ওই বৃদ্ধকে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি করান তাঁর পুত্র। পরিবার সূত্রে জানা যাচ্ছে, ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন আরজেদ। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কয়েক দিন চিকিৎসার পর বৃদ্ধের শারীরিক পরিস্থিতির খানিক উন্নতি হয়।

কিন্তু গত ১১ নভেম্বর ভোরে বাবাকে হাসপাতালের শয্যায় দেখতে পাননি ছেলে। তিনি নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসা করেন। তাঁরাও বিশেষ কিছু বলতে পারেননি। শুরু হয় বিভিন্ন জায়গায় খোঁজ। হাসপাতাল থেকে রোগী নিখোঁজের কথা জানানো হয় ডায়মন্ড হারবার থানায়। কিন্তু ফকিরকে পাওয়া যায়নি।

Advertisement

রবিবার সকালে ডায়মন্ড হারবার পুরসভার ১০ নম্বর ওয়ার্ড এলাকায় একটি নয়ানজুলিতে ময়লা ফেলতে গিয়ে এক বৃদ্ধকে সেখানে পড়ে থাকতে দেখে আঁতকে ওঠেন স্থানীয় কয়েক জন। খবর দেওয়া হয় থানায়। অনেক ক্ষণ পরে জানা যায়, মৃত বৃদ্ধ হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যাওয়া ফকির।

স্থানীয়েরা জানাচ্ছেন গত দু’দিন ওই বৃদ্ধকে এলাকায় ইতস্তত ভাবে ঘোরাঘুরি করতে দেখেছেন কেউ কেউ। মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছিল তাঁকে। কেউ পরিচয় জানতেন না। রবিবার তাঁকেই মৃত অবস্থায় পাওয়া গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, শৌচকর্ম করতে গিয়ে জলাশয়ে পড়ে মৃত্যু হয়ে থাকতে পারে বৃদ্ধের। পরিবারের সদস্যরা ডায়মন্ড হারবার পুলিশ মর্গে গিয়ে ফকিরের দেহ শনাক্ত করেছেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনও এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও প্রতিক্রিয়া দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement