Pectoral Sandpiper

তুন্দ্রা অঞ্চলের পরিযায়ী পেক্টোরাল স্যান্ডপাইপার ক্যামেরাবন্দি হল ফ্রেজারগঞ্জে! বঙ্গে এই প্রথমবার

‘ভারতে বিরল’ সেই পেক্টোরাল স্যান্ডপাইপার প্রথম বার ক্যামেরাবন্দি হল পশ্চিমবঙ্গে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৭
Share:

পেক্টোরাল স্যান্ডপাইপার। ছবি: অগ্নিভ দাশগুপ্ত।

আদতে তারা এশীয় তুন্দ্রা অঞ্চল এবং বেরিং প্রণালীর ওপারে আমেরিকার বাসিন্দা। শীতকালে পরিযায়ী হয় দক্ষিণ আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ওশিয়ানিয়া অঞ্চলে। সাধারণ ভাবে দক্ষিণ এশিয়ার দেখা মেলার কথা নয়।

Advertisement

‘ভারতে বিরল’ সেই পেক্টোরাল স্যান্ডপাইপার প্রথম বার ক্যামেরাবন্দি হল পশ্চিমবঙ্গে। পর্যটনকেন্দ্র বকখালি লাগোয়া ফ্রেজারগঞ্জে। পাখিপ্রেমীদের সংগঠন ‘বার্ড ওয়াচার্স সোসাইটি’র কর্তা কণাদ বৈদ্য জানিয়েছেন, বুধবার ফ্রেজারগঞ্জের কার্গিল বিচে পরিযায়ী পাখিদের গতিবিধি খুঁজতে গিয়েছিলেন অগ্নিভ দাশগুপ্ত, সৌম্যজিৎ তালুকদার, শান্তনু ঘোষ এবং পত্রালি পাল। সেখানেই ওই প্রজাতির একটি পাখির দেখা পেয়েছেন তাঁরা।

কণাদ জানিয়েছেন, এক আগে ভারতের আন্দামান ও নিকোবর, মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে এই প্রজাতির পাখি দেখা গিয়েছে। শ্রীলঙ্কাতেও পরিযায়ী হিসেবে এদের অস্তিত্ব নথিভুক্ত হয়েছে। তবে বাংলা তথা পূর্ব ভারতে এই প্রথম এই প্রজাতিকে দেখা গেল। মূলত কাদা ও পলিমাটিযুক্ত সমুদ্র সৈকতে খাবার খুঁজতে দক্ষ কাদাখোঁচা গোত্রের (ওয়াডার্স) এই পাখিকে শীতকালে নিয়মিত দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ওয়াশিয়ানিয়া অঞ্চলে দেখা যায় বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement