Amphun

আমপানের টাকা চেয়ে বিক্ষোভ 

একাধিকবার ফর্ম পূরণ করা সত্ত্বেও টাকা আসেনি। অনেকে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য না হয়েও টাকা পেয়েছেন বলেও অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

অশোকনগর শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২০ ০১:২৩
Share:

দাবি: বিডিও অফিসে হাজির মহিলারা। ছবি: সুজিত দুয়ারি

একাধিকবার আবেদন করেও আমপানের ক্ষতিপূরণের টাকা মেলেনি— এই অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন মহিলারা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাবড়া ২ বিডিও অফিসে। অভিযোগ, আমপানের পরে কেটে গিয়েছে কয়েক মাস। এখনও ক্ষতিগ্রস্ত হয়েও ক্ষতিপূরণের টাকা পাননি গুমা ২ পঞ্চায়েতের বুজরুক বামুনিয়া এলাকার অনেক মানুষ। তাঁদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্তেরা কেউ ক্ষতিপূরণ পাননি। একাধিকবার ফর্ম পূরণ করা সত্ত্বেও টাকা আসেনি। অনেকে ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য না হয়েও টাকা পেয়েছেন বলেও অভিযোগ। বিক্ষোভকারী মহিলাদের কথায়, ‘‘দীর্ঘ দিন ধরে দাবি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে বিক্ষোভের পথে নেমেছি।’’ বিক্ষোভের সময়ে বিডিও উপস্থিত ছিলেন না। মহিলারা দাবি-দাওয়ার কথা জানান দফতরের এক আধিকারিকের কাছে। এক বৃদ্ধা টাকা না পাওয়ার কথা জানালে ওই আধিকারিক নিজের পকেট থেকে ব্যক্তিগত ভাবে আড়াইশো টাকা দিয়ে তাঁকে বাড়ি চলে যেতে বলেন বলে অভিযোগ। পরে সকলের বিষয়টি নজরে আসে। টাকা ফেরত নিতে বাধ্য করা হয়। অশোকনগর থানার পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রায় দেড় ঘণ্টা বিক্ষোভ চলে। পরে বিডিও অফিস থেকে নতুন করে ফর্ম জমা নেওয়া হবে, এই আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নেওয়া হয়। কেন অনেকে টাকা পাননি, তা খতিয়ে দেখা হচ্ছে বলে বলে জানিয়েছে প্রশাসন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন