প্ল্যাটফর্মে কাজ শুরু শ্যামনগরে

অবশেষে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ শুরু হল শ্যামনগরে। প্ল্যাটফর্মের সমস্যা নিয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের মেইন শাখার শ্যামনগর স্টেশনের যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৭ ০৩:৩০
Share:

কাজ চলছে প্ল্যাটফর্মে। ছবি: সজল চট্টোপাধ্যায়

অবশেষে প্ল্যাটফর্ম উঁচু করার কাজ শুরু হল শ্যামনগরে।

Advertisement

প্ল্যাটফর্মের সমস্যা নিয়ে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের মেইন শাখার শ্যামনগর স্টেশনের যাত্রীদের অভিযোগ দীর্ঘদিনের। ব্যস্ত সময়ে ছুটতে ছুটতে ট্রেন ধরতে যাওয়া যাত্রীদের অনেকেই পড়ে গিয়ে জখম হয়েছেন বহুবার। গত দু’বছরে ছ’জন যাত্রীর ট্রেনে উঠতে-নামতে গিয়ে মৃত্যুও হয়েছে। মূলত শ্যামনগরের ৩ নম্বর প্ল্যাটফর্মে এই সমস্যাটি বেশি। ট্রেনের কামরা থেকে প্ল্যাটফর্মের মেঝে অনেকটা নিচু। ফলে বয়স্ক বা অসুস্থদের পক্ষে যে সামান্য সময়ে ওই স্টেশনে ট্রেন দাঁড়ায় তাতে ওঠা নামা করাটা বিপজ্জনক।

এ নিয়ে স্থানীয় বিধায়ক মধুসূদন ঘোষ এলাকার দুই পুরসভা ভাটপাড়া এবং গাড়ুলিয়ার পুর প্রতিনিধিরা পূর্ব রেলের কর্তাদের সঙ্গে একাধিকবার দেখা করেছেন। প্ল্যাটফর্ম ঠিক করার আর্জিও জানিয়েছেন। সংবাদমাধ্যমেও বেশ কয়েকবার এই স্টেশনের প্ল্যাটফর্মের সমস্যা নিয়ে লেখালেখি হওয়ার পরে টনক নড়ে রেল প্রশাসনের।

Advertisement

রেলের প্রতিনিধিরা সরেজমিনে দেখে যাওয়ার পরে চলতি মাসেই প্ল্যাটফর্ম উঁচু করার কাজ শুরু হয়েছে। পূর্ব রেলের এক কর্তা বলেন, ‘‘প্ল্যাটফর্ম ও ট্রেনের কামরা যাতে একই উচ্চতায় থাকে সে জন্য প্ল্যাটফর্মের উপরের অংশটি খুঁড়ে নতুন করে ঢালাই করা হবে। দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।’’

প্ল্যাটফর্ম খোঁড়াখুঁড়ির ফলে যাত্রীদের চলাচলে এখন অসুবিধা হলেও প্ল্যাটফর্ম সংস্কারে রেল উদ্যোগী হওয়ায় খুশি যাত্রীরাও। কলেজস্ট্রিটে বইয়ের ব্যবসা রাজীব সেনের। প্রতিদিন ট্রেনে করে যাতায়াত করেন। রাজীববাবু জানান, সন্ধ্যার পর অন্ধকারে ৩, ৪ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন থেকে নামার সময়ে অনেকেরই পা ফসকাতো। তাঁর আশা, এ বার হয় তো দুর্ঘটনার আশঙ্কা কমবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement