Sandeshkhali Incident

সন্দেশখালিতে পুলিশের উপর হামলা: ‘পলাতক’ মূল অভিযুক্তের দাদা গ্রেফতার, ধৃতের সংখ্যা বেড়ে ১২

এখনও অধরা হামলার ঘটনার মূল অভিযুক্ত মুসা মোল্লা। যদিও রবিবার যাঁদের ধরা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মুসার দাদা মোর্তাজা মোল্লা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ১৪:৫৩
Share:

গ্রেফতার মূল অভিযুক্তের দাদা মোর্তজা মোল্লা। — নিজস্ব চিত্র।

সন্দেশখালিতে পুলিশের গাড়িতে হামলার ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল ন্যাজাট থানার পুলিশ। রবিবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়। মোট গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। তবে এখনও অধরা এই হামলার মূল অভিযুক্ত মুসা মোল্লা। যদিও রবিবার যাঁদের ধরা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন মুসার দাদা মোর্তজা মোল্লা।

Advertisement

মুসার বিরুদ্ধে অবৈধ ভাবে জমি দখলের অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে ওই জমির উপর ১৪৪ ধারা জারি করে আদালত। ওই জমিতে কোনও রকম কাজ করার উপর নিষেধাজ্ঞা ছিল। অভিযোগ, সেই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে গত শুক্রবার রাতে ওই জমিতে পাঁচিল তোলার কাজ শুরু করেছিলেন মুসা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজবাড়ি ফাঁড়ির পুলিশ। পরে বয়ারমারিতে মুসার বাড়িতেও যায় এবং তাঁকে থানায় যেতে বলা হয়। তখন মুসা তাঁর অনুগামীদের ফোন করে ডেকে এনে পুলিশের উপর হামলা চালান বলে অভিযোগ। ওই ঘটনায় চার জন পুলিশকর্মী আহত হন।

ঘটনার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা ছড়ায়। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধরপাকড় শুরু করে পুলিশ। এই ঘটনায় শনিবার ৯ জনকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনার পর থেকে পুলিশের উপর হামলার ঘটনার মূল অভিযুক্ত মুসা পলাতক। তবে ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাঁর অনুগামীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। তল্লাশি চালিয়ে রবিবার রাতে তিন জনকে গ্রেফতার করা হয়। তাঁদের মধ্যে ছিলেন মুসার দাদা। ধৃতদের সোমবার বসিরহাট মহকুমা আদালতে হাজির করিয়ে ১০ দিন হেফাজতে নেওয়ার আবেদন করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement