সাপে কাটলে রোগীকে নিয়ে যান হাসপাতালে, বার্তা

সামাজিক নানা বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করল পুলিশ। হিঙ্গলগঞ্জের কমিউনিটি হলে শনিবার ওই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পড়ুয়া ও অভিভাবকেরা এসেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৬ ০১:৪৪
Share:

সাপ দেখলেই ভয় পাবেন না, বোঝাচ্ছেন বক্তারা। নিজস্ব চিত্র।

সামাজিক নানা বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভার আয়োজন করল পুলিশ। হিঙ্গলগঞ্জের কমিউনিটি হলে শনিবার ওই অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের পড়ুয়া ও অভিভাবকেরা এসেছিলেন।

Advertisement

উত্তর ২৪ পরগনার অতিরিক্ত পুলিশ সুপার আনন্দ রায় বলেন, ‘‘বুজরুকিতে বিশ্বাস করবেন না। সাপে কামড়ালে যত দ্রুত সম্ভব স্থানীয় হাসপাতালে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। বাল্যবিবাহ বন্ধ করুন। শিশু কিংবা মহিলা পাচার বন্ধে স্বচেষ্ট হন।’’ কোনও রকম সমস্যায় পড়লে পুলিশের সঙ্গে যোগাযোগ করারও পরামর্শ দিয়ে গিয়েছেন তিনি। সাপে কাটা নিয়ে নানা কুসংস্কার দূর করতে বক্তব্য রাখেন ক্যানিং যুক্তিবাদী সাংস্কৃতিক সংস্থার সদস্যেরা। কোন সাপ বিষধর, কোন সাপ নয়, তা নিয়েও নানা ভাবে বোঝান তাঁরা।

সুন্দরবনের নানা প্রান্ত থেকে নারী ও শিশু পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বক্তারা। হাজির ছিলেন, বসিরহাটের এসডিপিও শ্যামল সামন্ত, বিধায়ক দেবেশ মণ্ডল, বিডিও সুদীপ্ত মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ মণ্ডল, বিএমওএইচ স্বপন মিস্ত্রি, হিঙ্গলগঞ্জের ওসি সঞ্জীব সেনাপতি, হেমনগর উপকূলবর্তী থানার ওসি রাকেশ চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টেরা।

Advertisement

পাচার ঠেকাতে কী ধরনের পদক্ষেপ করা উচিত, কী ভাবে সচেতন থাকতে হবে, সে সে সম্পর্কেও অনুষ্ঠানে হাজির লোকজনকে সচেতন করা হয়। অচেনা বা অল্প চেনা লোকজনের প্রলোভনে পা না দিতে পরামর্শ দেওয়া হয়েছে সভায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement