drug dealer

ড্রাগ-কারবারে জড়িত সন্দেহ, অভিযান পুলিশের

ঘুটিয়ারিশরিফের ঘটনা। দীর্ঘ দিন ধরেই এই এলাকায় ড্রাগ মাফিয়াদের রমরমা। স্থানীয় মানুষের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় থেকে কারবার চালায় কেউ কেউ। পুলিশ মাঝে মধ্যে দু’একজন চুনোপুঁটিকে ধরলেও রাঘববোয়ালরা অন্তরালেই থেকে যায়। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ভাঙড় শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ ০৩:৩৫
Share:

প্রতীকী ছবি।

মাদক কারবারে জড়িত সন্দেহে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালাল পুলিশ। তবে গ্রেফতার করা যায়নি পিন্টু লস্কর নামে ওই কারবারিকে। পুলিশ আসার আগেই পালিয়ে যায় সে। বৃহস্পতিবার ঘুটিয়ারিশরিফের ঘটনা। দীর্ঘ দিন ধরেই এই এলাকায় ড্রাগ মাফিয়াদের রমরমা। স্থানীয় মানুষের অভিযোগ, রাজনৈতিক নেতাদের ছত্রচ্ছায়ায় থেকে কারবার চালায় কেউ কেউ। পুলিশ মাঝে মধ্যে দু’একজন চুনোপুঁটিকে ধরলেও রাঘববোয়ালরা অন্তরালেই থেকে যায়। পিন্টুর বিরুদ্ধেও মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ আছে। শাসকদলের কিছু নেতার মদতে সে নিজের সাম্রাজ্য গড়ে তুলেছে বলে অভিযোগ। পুলিশের খাতায় নাম থাকলেও বেশ কয়েক বছর ধরে পুলিশ তাকে ছুঁতে পারেনি। এ নিয়ে বিভিন্ন মহল থেকে পুলিশের উপরে চাপ তৈরি হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার ক্যানিংয়ের এসডিপিও গোবিন্দ শিকদারের নেতৃত্বে পুলিশ পিন্টুর বাড়িতে অভিযান চালায়। তার কয়েকজন সাগরেদের বাড়িতেও অভিযান চলে। এসডিপিও বলেন, ‘‘পিন্টু লস্করের বিরুদ্ধে আমাদের কাছে একাধিক ওয়ারেন্ট আছে। তার বিরুদ্ধে মাদক কারবারের সঙ্গে যুক্ত থাকার একাধিক অভিযোগও রয়েছে। সে পালিয়ে যাওয়ায় তাকে ধরা সম্ভব হয়নি। তাকে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’ ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা বলেন, ‘‘ওই এলাকা ড্রাগ মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল। বাইরে থেকে দুষ্কৃতীদের আনাগোনা চলছিল। এলাকায় অপরাধমূলক কাজকর্ম হচ্ছিল। এ নিয়ে আমরা প্রতিবাদ জানিয়ে আসছিলাম। দেরিতে হলেও পুলিশ অভিযান চালাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন