গরু পাচার বন্ধ করতে তৎপর পুলিশ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার বন্ধ করতে উদ্যোগী হল পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবরা শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৬ ০১:০১
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরে উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে গরু পাচার বন্ধ করতে উদ্যোগী হল পুলিশ।

Advertisement

বুধবার রাতে হাবরা থানার পুলিশ ২ নম্বর রেলগেট এলাকা যশোর রোড থেকে গরু ভর্তি দু’টি ট্রাক আটক করেছে। উদ্ধার করা হয়েছে ৩৮টি গরু। গ্রেফতার হয়েছে ট্রাকের দুই চালক। জেলা পুলিশের নির্দেশে সর্বত্র গরু পাচার বন্ধ করতে শুরু হয়েছে বিশেষ তল্লাশি। তার জেরেই ট্রাক ভর্তি গরু আটক হয়েছে।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে, গরুগুলি বাংলাদেশে পাচারের জন্য গাইঘাটার সীমান্তের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ওই পাচারের সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরু পাচারের রমরমা এখন না থাকলেও কম বেশি গরু পাচার এখন সীমান্ত এলাকা দিয়ে হচ্ছে। সীমান্তবর্তী এলাকা মানুষজন, বিশেষ করে চাষিরা ফের আতঙ্কিত হয়ে পড়ছেন। গরু পাচারের ফলে গাইঘাটা ও বাগদার বহু চাষি আজ সর্বহারা। কৃষি জমির উপর দিয়ে গরু নিয়ে যাওয়ার ফলে অনেক বিঘা জমির ফসল অতীতে নষ্ট হয়েছে।

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে জেলা পুলিশ কর্তারা সীমান্তবর্তী থানার ওসি আইসিদের গরু পাচার বন্ধ করতে কড়া নির্দেশ দিয়েছেন। পুলিশের এক কর্তা বলেন, ‘‘গরু পাচার বন্ধ করেত যে ধরনের পদক্ষেপ করা উচিত, তা সবই নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন