Poor condition of road

বেহাল রাস্তা, বিপদের ঝুঁকি নিয়েই যাতায়াত বাসন্তীতে

ভোট এলেই রাস্তা মেরামতির প্রতিশ্রুতি শোনা যায় ঠিকই, কিন্তু ভোট মিটলেই সব প্রতিশ্রুতি হাওয়া! শুকনো মরসুমে কোনও রকমে চলা যায়, কিন্তু বর্ষায় গর্তে পড়ে আহত হচ্ছেন অনেকে।

প্রসেনজিৎ সাহা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ০৯:১১
Share:

এই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ছবি: প্রসেনজিৎ সাহা।

রাস্তা যেন গর্তের ফাঁদ। কোথাও কাদা, কোথাও জল। খানাখন্দে ভরা ওই পথ দিয়ে প্রতিদিন যেতে হচ্ছে হাজার হাজার মানুষকে।

বাসন্তী ব্লকের কুলতলি বাজার থেকে ছোপানের মোড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার এই হাল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত এক দশকেরও বেশি সময় ধরে রাস্তার কোনও সংস্কার হয়নি। বর্ষায় সমস্যা আরও বাড়ে। রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে। ভোট এলেই রাস্তা মেরামতির প্রতিশ্রুতি শোনা যায় ঠিকই, কিন্তু ভোট মিটলেই সব প্রতিশ্রুতি হাওয়া! শুকনো মরসুমে কোনও রকমে চলা যায়, কিন্তু বর্ষায় গর্তে পড়ে আহত হচ্ছেন অনেকে। এই রাস্তা দিয়েই স্কুল পড়ুয়া থেকে শুরু করে বাজারে মাছ-আনাজ বিক্রি করতে আসা চাষিরা যাতায়াত করেন। ফলে রাস্তার হাল কার্যত গোটা এলাকার জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।

নিত্যযাত্রী সুনির্মল সর্দার, নিতাই মণ্ডলেরা বলেন, “রাস্তার হাল দিনের পর দিন খারাপ হচ্ছে। কত বার পঞ্চায়েত আর ব্লক প্রশাসনকে বলেছি, কেউ শোনে না।” এলাকার বাসিন্দা মৃত্যুঞ্জয় সর্দার ক্ষোভ উগরে দিয়ে বলেন, “শুধু আশ্বাসে আর বিশ্বাস নেই। এর আগেও বহু বার বলেছে রাস্তা হবে। কিছুই হয়নি। এ বার যদি না করে, তো হাত-পা ভাঙা পড়ে থাকতেই হবে ঘরে।”

বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল জানিয়েছেন, “বর্ষা মিটলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। বিষয়টি ইতিমধ্যেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরকে জানানো হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন