APDR

দু’বছর ধরে একশো দিনের কাজ করেও টাকা মেলেনি! কুলতলিতে বিক্ষোভ বিট অফিসের সামনে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুলতলি শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২২ ২৩:১৪
Share:

নিজস্ব চিত্র।

একশো দিনের কাজের প্রকল্পের আওতায় বন দফতরের কাজ করেছিলেন তাঁরা। অথচ, দীর্ঘ দু’বছর ধরে মেলেনি বকেয়া টাকা। প্রাপ্য টাকা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে শনিবার বন দফতরের চিতুরি বিট অফিসের সামনে বিক্ষোভ দেখান পুরুষ ও মহিলা নির্বিশেষে শতাধিক মানুষ। এই বিষয়টি নিয়ে বন দফতরের বিট অফিসে স্মারকলিপি জমা দেয় মানবাধিকার সংগঠন এপিডিআরও।

Advertisement

সুন্দরবনের কুলতলি ব্লকের ভাসা, গুড়গুড়িয়া, হালদারঘেরি, পয়লাঘেরি, পাঁচমাথা-সহ বিভিন্ন এলাকার বহু মানুষই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত। তাঁদের একাংশের অভিযোগ, ২০১৯ সাল থেকে হাড়ভাঙা পরিশ্রমের পরেও তাঁরা প্রাপ্য মজুরি পাননি। অভিলম্বে সেই টাকা আদায়ের দাবিতে বঞ্চিত শ্রমিকদের নিয়ে বিট অফিসে বিক্ষোভ দেখায় এপিডিয়ার। বন দফতরে স্মারকলিপি জমা দেওয়ার পর জবা মাইতি নামে এক বিক্ষোভকারী বলেন, ‘‘এত দিন কাজ করার পরেও একটা টাকাও পেলাম না। এ কেমন বিচার! আমরা অসহায় হয়ে পড়েছি। অবিলম্বে প্রাপ্য পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হোক।’’ অন্য দিকে এপিডিআর-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক আলতাফ আহমেদ বলেন, ‘‘অবিলম্বে একশো দিনের কাজের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার পাশাপাশি মনরেগা আইন অনুযায়ী নতুন কাজের ব্যবস্থার দাবিতে চিতুরি বিট অফিসারকে স্মারকলিপি দিয়েছি। বঞ্চনার প্রতিবাদ জানাচ্ছি আমরা৷’’

তবে, বন দফতরের তরফে জানানো হয়েছে, একশো দিনের কাজের তহবিলে টাকা আসলেই কর্মীরা পারিশ্রমিক পাবেন। জেলার বিভাগীয় বনাধিকারিক (ডিএফও) মিলন মণ্ডল বলেন, ‘‘তহবিলে অর্থ নেই। একশো দিনের ফান্ড বন্ধ রেখেছে কেন্দ্র সরকার। সেই ফান্ড পাঠালে তবেই কর্মদের প্রাপ্য বকেয়া মিটিয়ে দেওয়া হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন