বারবার দুর্ঘটনার জেরে অবরোধ

বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় বার বার দুর্ঘটনা ঘটছে। রাস্তা পুনর্নির্মাণের দাবি নিয়ে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের সিংহেরহাট মোড়ে শুক্রবার সকাল ৯টা থেকে প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৬ ০১:১৫
Share:

ক্ষোভে ফেটে পড়েছেন মহিলারা। শুক্রবার তোলা নিজস্ব চিত্র।

বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় বার বার দুর্ঘটনা ঘটছে। রাস্তা পুনর্নির্মাণের দাবি নিয়ে ওই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের সিংহেরহাট মোড়ে শুক্রবার সকাল ৯টা থেকে প্রায় ঘণ্টাখানেক অবরোধ চলে। পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে।

Advertisement

বিক্ষোভকারীদের দাবি, মাস কয়েক আগে এই এলাকার রামকৃষ্ণপুর মোড় থেকে করঞ্জলি পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা সংস্কারের কাজ হয়েছে। সিংহেরহাট মোড়ের দু’দিকে ১০০ মিটারের মধ্যে ২০-২৫টি দুর্ঘটনা ঘটেছে। বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে বাড়ছে দুর্ঘটনা। বিক্ষোভকারীদের মধ্যে আতিয়ার মোল্লা, রমজান মোল্লাদের অভিযোগ, বৃহস্পতিবারও একটি ম্যাটাডোর উল্টে খাদে পড়ে এক জন মারা গিয়েছেন। জখম ১৪ জন যাত্রী। হামেশাই ছোট গাড়ি, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, দাবির কথা পূর্ত দফতরকে জানানো হয়েছিল। সেখান থেকে কয়েকজন কর্মীকে পাঠানো হয়েছিল। তাঁরা বিস্তারিত খোঁজ-খবর নিয়ে গিয়েছেন। তবে রাস্তা ভাল হয়ে যাওয়ায় গাড়ি দ্রুত চালানোর ফলে দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান।

দুর্ঘটনায় মৃত্যু। পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক জনের। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সমীর প্রধান (২০)। বাড়ি পাতিবুনিয়া এলাকায়। এ দিন বিকেল ৫টা নাগাদ বকখালি থেকে একটি ছোট গাড়ি নামখানার দিকে আসছিল। স্থানীয় দশ মাইল এলাকায় সাইকেল চালিয়ে আসছিলেন সমীরবাবু। তাঁকে ধাক্কা মারে ছোট গাড়িটি। চালককে গ্রেফতার করে গাড়িটি আটক করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement