Bhangar Clash

শওকত বনাম আরাবুল-পুত্র! তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে ফের উত্তপ্ত ভাঙড়, মারামারি চলছেই

ঘটনার সূত্রপাত শনিবার মধ্যরাতে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়ির সামনে এসে তাঁকে খুনের হুমকি দেন শওকতের অনুগামীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান প্রদীপ, হাকিমুল-সহ কয়েক জন ইসলাম-সহ বেশ কয়েক জন তৃণমূল নেতা। এর পরেই পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৬ ১৩:৪৭
Share:

তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ের কাশীপুরে। —নিজস্ব ছবি।

আবার উত্তপ্ত ভাঙড়! এ বার তৃণমূল বনাম তৃণমূল। আরাবুল ইসলামের পুত্র হাকিমুল মোল্লা বনাম তৃণমূল বিধায়ক শওকত মোল্লার গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ভাঙড়ে। মারধর, চিৎকার-চেঁচামেচি, গাড়ি ভাঙচুর নিয়ে উত্তেজনা চরমে। ঘটনাস্থলে পুলিশ।

Advertisement

রবিবার কাশীপুরে আরাবুলের পুত্র তথা তৃণমূলের জেলা পরিষদের সদস্য হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ ওঠে শওকত-ঘনিষ্ঠদের বিরুদ্ধে। একই সঙ্গে তৃণমূল নেতা প্রদীপ মণ্ডলকে মারধরের চেষ্টা হয় বলে অভিযোগ। দুই ঘটনাতেই আঙুল শওকতের অনুগামীদের দিকে। পাল্টা ওই গোষ্ঠীর দাবি, শওকতের নামে লাগাতার কুৎসা, অপপ্রচার করছেন হাকিমুলরা।

স্থানীয় সূত্রে খবর, ঘটনার সূত্রপাত শনিবার মধ্যরাতে। অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা অদূত মোল্লার বাড়ির সামনে এসে তাঁকে খুনের হুমকি দেন শওকতের অনুগামীরা। খবর পেয়ে সেখানে ছুটে যান প্রদীপ, হাকিমুল-সহ কয়েক জন ইসলাম-সহ বেশ কয়েক জন তৃণমূল নেতা। এর পরেই পরিস্থিতি ক্রমশ ঘোরালো হয়ে ওঠে।

Advertisement

খবর পেয়ে শওকতের লোকজন হাজির হন সেখানে। তাঁরা হাকিমুলের গাড়ি ঘিরে বিক্ষোভ করতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে যায় কাশীপুর থানার ওসি-সহ বাহিনী।

কিন্তু পুলিশি হস্তক্ষেপে হাকিমুল অদূতের বাড়ি থেকে বেরোনোর সময় তাঁর গাড়িতে হামলা চলে বলে অভিযোগ। মারধরের চেষ্টা হয় প্রদীপকে। পুলিশ দ্রুত হস্তক্ষেপ করায় বড়সড় গন্ডগোল এড়ানো গেলেও সকাল থেকে আবার উত্তপ্ত হয়েছে এলাকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement