বেতন বাড়তেই ভিআরপি কর্মীদের উচ্ছ্বাস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপে খুশি ভিআরপি কর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ ১৯:০৩
Share:

আনন্দিত কর্মীরা। নিজস্ব চিত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক রূপে খুশি ভিআরপি কর্মীরা। গত ৯ ডিসেম্বর মুখ্যমন্ত্রী বনগাঁর গোপালনগরে সভা করতে আসেন। সেখানে এক মহিলা সভার মাঝে উঠে দাঁড়িয়ে নিজেদের বেতন বৃদ্ধির দাবি করেন। রাজ্যে মোট ৩৩ হাজার ভিআরপি কর্মী আছেন। সেই কর্মীদের বেতন বৃদ্ধি করে দিল রাজ্য সরকার। আর তাতেই খুশি ভিআরপি কর্মীরা।

Advertisement

আগে ভিআরপি কর্মীরা মাসে ২০ দিন কাজ করে সাড়ে তিন হাজার টাকা মতো বেতন পেতেন ৷ এখন থেকে তাঁরা মাসে ৩০ দিন কাজ করতে পারবেন ও ৫ হাজার ২৫০ টাকা বেতন পাবেন বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ৷ এই ঘটনা জানতে পারার পর বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনা জেলার তৃনমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর গোপাল শেঠের বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে গোপাল শেঠের হাতে পুস্পস্তবক তুলে দেন বনগাঁ মহকুমার ভিআরপি কর্মীরা।

ভিআরপি কর্মী অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক কৌশিক মণ্ডল বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর সবুজ বাংলা গড়ার জন্য আমরা যেমন পাশে ছিলাম, তেমনই পাশে আছি। ভবিষ্যতেও থাকব।’’

Advertisement

তৃণমূল নেতা গোপাল শেঠ বলেন, ‘‘পরে মুখ্যমন্ত্রীর কাছে ভিআরপিদের আবেদন আলাদা করে পাঠিয়েছিলাম। সেই আবেদনে তিনি সাড়া দিয়েছেন। এতেই আমরা খুশি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement