Canning School Principal Arrested

ছাত্রীদের ‘অশ্লীল মেসেজ’ পাঠিয়ে স্কুলের প্রিন্সিপাল গ্রেফতার! হাজির করানো হচ্ছে আলিপুর আদালতে

ক্যানিংয়ের ওই ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে প্রথমে এক অভিভাবক পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগকারী জানান, স্কুলের প্রিন্সিপাল তাঁর মেয়েকে অশ্লীল মেসেজ পাঠান।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১১:৫৩
Share:

ছাত্রীদের মেসেজের পর মেসেজ। গ্রেফতার করা হল সেই প্রিন্সিপালকে। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ছাত্রীদের অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে গ্রেফতার করা হল দক্ষিণ ২৪ পরগনার নাম করা একটি ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালকে। অভিযুক্তকে শনিবারই আটক করেছিল পুলিশ। তাঁর মোবাইল, ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রবিবারই ধৃত প্রিন্সিপালকে আলিপুর আদালতে হাজির করানো হবে।

Advertisement

ক্যানিংয়ের ওই ইংরেজি মাধ্যম স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে প্রথমে এক অভিভাবক পুলিশের কাছে অভিযোগ করেন। অভিযোগকারী জানান, স্কুলের প্রিন্সিপাল তাঁর মেয়েকে যখন-তখন মেসেজ করেন। অধিকাংশ বার্তার শব্দ অশ্লীল এবং ইঙ্গিতপূর্ণ। এমনকি, স্কুলে মাঝেমাধ্যেই ছাত্রীদের তিনি হেনস্থা করেন বলেন অভিযোগ। এর পর আরও কয়েক জন অভিভাবক অভিযোগ করেন। সকলের অভিযোগ প্রায় এক— বাড়িতে থাকলে ছাত্রীদের অশালীন মেসেজ পাঠিয়ে উত্ত্যক্ত করেন প্রিন্সিপাল। একের পর এক অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ করে পুলিশ।

এক ছাত্রীর বাবার কথায়, ‘‘অনেক দিন ধরে মেয়েকে খারাপ মেসেজ করতেন উনি (প্রিন্সিপাল)। মেয়ের বোর্ড পরীক্ষা ছিল বলে অপেক্ষা করেছিলাম। আর নয়, এ বার ওঁর বিরুদ্ধে অভিযোগ করেছি। ওঁর কড়া শাস্তি হোক।’’ শুধু ছাত্রীরাই নয়, বেশ কয়েক জন অভিভাবিকাকেও ওই প্রিন্সিপাল অশালীন বার্তা পাঠিয়েছেন বলে অভিযোগ।

Advertisement

প্রিন্সিপালকে স্কুল থেকে আটক করে নিয়ে যাওয়ার সময় তিনি কোনও মন্তব্য করেননি। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া মেলেনি। নামপ্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, একের পর এক ছাত্রী অভিযোগ করেছে যখন, কিছু তো একটা হয়েছেই। পুলিশ তদন্ত করছে। দোষ প্রমাণ হলে শাস্তি হোক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement