কারমাইকেল শিল্ডের সেমিফাইনালে প্রান্তিক

মহমেডানের অনূর্ধ্ব-১৯ দলকে ৫-১ গোলে হারিয়ে কারমাইকেল শিল্ডের সেমিফাইনালে উঠল বসিরহাটের প্রান্তিক ক্লাব। রবিবার বসিরহাট স্টেডিয়ামে আয়োজিত প্রথম কোয়ার্টার ফাইনালের খেলায় দু’দল মুখোমুখি হয়। প্রথমার্ধের শেষ লগ্নে মহমেডানের পক্ষে গোলটি করে সানু ভোদক। দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে যায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জুন ২০১৫ ০১:২৮
Share:

মহমেডানের অনূর্ধ্ব-১৯ দলকে ৫-১ গোলে হারিয়ে কারমাইকেল শিল্ডের সেমিফাইনালে উঠল বসিরহাটের প্রান্তিক ক্লাব।

Advertisement

রবিবার বসিরহাট স্টেডিয়ামে আয়োজিত প্রথম কোয়ার্টার ফাইনালের খেলায় দু’দল মুখোমুখি হয়। প্রথমার্ধের শেষ লগ্নে মহমেডানের পক্ষে গোলটি করে সানু ভোদক। দ্বিতীয়ার্ধে খেলা আরও জমে যায়। দ্বিতীয়ার্ধের মাত্র দু’মিনিটের মধ্যে প্রান্তিকের রাকেশ হাজরা এক গোল করে খেলায় সমতা ফেরায়। গোল খাওয়ার পর মহমেডানের ছেলেরা খেলা থেকে কেমন যেন হারিয়ে যায়। তারা ভুল পাস খেলতে শুরু করে। সেই সুযোগ নেয় প্রান্তিকের ছেলেরা। বক্সের মধ্যে মহমেডানের ছেলেদের ভুল বোঝাবুঝিতে নিজের দ্বিতীয় গোলটি করে ফেলে রাকেশ। খেলার এগারো এবং পঁচিশ মিনিটের মাথায় দু’টি গোল দিয়ে দলকে আরও এগিয়ে দেয় প্রান্তিকের দীপু বর্মন। তার সতীর্থ সৌমেন চক্রবর্তী খেলার একেবারে শেষ লগ্নে দলের হয়ে পঞ্চম গোলটি করে জোরালো শটে।

দিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে বসিরহাটের সাংসদ ইদ্রিশ আলি এবং ফুটবলার দীপেন্দু বিশ্বাসের হাত থেকে পুরস্কার নেন প্রান্তিকের রাকেশ হাজরা। খেলাটি পরিচালনায় ছিলেন রহমতুল্লা মণ্ডল, তুহিন গাজি, উত্তম ভট্টাচার্য এবং রুহুল আমিন। খেলা দেখার জন্য স্টেডিয়ামে রীতিমতো ভিড় হয়। আজ, সোমবার শিল্ডের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আইএফএ শিল্ড জয়ী কলকাতার ইউনাইটেড স্পোর্টস মুখোমুখি হবে বসিরহাটের বিজেএফসিসি-র। মঙ্গলবার ইয়ংস্টার ক্লাবের বিরুদ্ধে কলকাতার ভবানীপুর এবং বুধবার মহুয়া সঙ্ঘ খেলবে কলকাতার এফসিআইয়ের বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement