বসিরহাটে গ্রেফতার ৪৫ বাংলাদেশি। —প্রতীকী চিত্র।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের স্বরূপনগর থানা এলাকা থেকে ধরা পড়লেন ৪৫ জন বাংলাদেশি। তাঁদের মধ্যে অনেকেই কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে কাজ করতেন। শনিবার স্বরূপনগরের তারালিতে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশের দিকে যাওয়ার সময় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-র হাতে ধরা পড়েন ওই ৪৫ জন। শুক্রবারই স্বরূপনগর থানা এলাকায় ১১ জন বাংলাদেশি ধরা পড়েছিলেন। এ বার আরও ৪৫ জন ধরা পড়লেন। এই নিয়ে দু’দিনে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে ৫৬ জন বাংলাদেশি গ্রেফতার হলেন স্বরূপনগরে।
ধৃত ওই বাংলাদেশি নাগরিকদের কাছে সীমান্ত পারাপারের কোনও বৈধ নথি ছিল না। তাঁরা ভারতে এসে বিভিন্ন কাজে যুক্ত ছিলেন। কলকাতা এবং রাজারহাটে কাজ করতেন ওই ধৃতদের অনেকেই। শনিবার অবৈধ ভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তাঁরা। সেই সময়েই বিএসএফের হাতে ধরা পড়েন তাঁরা। তাঁদের আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পরে পুলিশের হাতে তুলে দেন বিএসএফ জওয়ানেরা। ওই ৪৫ জন বাংলাদেশির মধ্যে ১১ শিশু এবং ১৫ জন মহিলাও রয়েছেন।
বসিরহাট পুলিশ জেলার সুপার হোসেন মেহদি রহমান জানান, বিনা নথিতে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করছিলেন ধৃতেরা। সেই সময়েই হাকিমপুরের কাছে তাঁদের পাকড়াও করে বিএসএফ এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। ধৃতেরা যে কলকাতা এবং রাজারহাটের বিভিন্ন এলাকায় কাজ করতেন, তা-ও সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন এসপি। শনিবার ধৃতদের বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
গত শুক্রবারও চার শিশু-সহ ১১ জন বাংলাদেশি সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়েছিলেন স্বরূপনগর থানা এলাকায়। এ বার একসঙ্গে ৪৫ জন বাংলাদেশিকে পাকড়াও করল বিএসএফ।