Suri Rape Case

‘স্যর আগে পড়াবেন আজ’! সিউড়িতে গৃহশিক্ষকের ফাঁকা বাড়িতে ডেকে নবম শ্রেণির ছাত্রীকে ‘ধর্ষণ’ দুই সহপাঠীর

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় সিউড়ি থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, তাঁর মেয়ে নবম শ্রেণির ছাত্রী। বাড়ির অনতিদূরে এক গৃহশিক্ষকের কাছে পড়তে যায়। সেখানে আরও কয়েক জন ছেলেমেয়ে পড়াশোনা করে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৭:৪৯
Share:

—প্রতীকী চিত্র।

‘আজ স্যর এক ঘণ্টা আগে যেতে বলেছেন।’ সহপাঠীর ফোন পেয়ে সন্ধ্যা ৭টার আগে বাড়ি বেরিয়ে পড়েছিল নবম শ্রেণির ছাত্রী। কিন্তু গৃহশিক্ষকের বাড়িতে গিয়ে সে দেখে দুই সহপাঠী ছাড়া আর কেউ আসেনি। শিক্ষকও বাড়িতে নেই! অভিযোগ, পরিকল্পনা করে সহপাঠিনীকে ডেকে গৃহশিক্ষকের বাড়িতেই তাকে ধর্ষণ করে দুই নবম শ্রেণির ছাত্র। ঘটনাস্থল বীরভূমের সিউড়ি।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় সিউড়ি থানায় একটি ধর্ষণের অভিযোগ দায়ের হয়। অভিযোগকারীর বক্তব্য অনুযায়ী, তাঁর মেয়ে নবম শ্রেণির ছাত্রী। বাড়ির অনতিদূরে এক গৃহশিক্ষকের কাছে পড়তে যায়। সেখানে আরও কয়েক জন ছেলেমেয়ে পড়াশোনা করে। এমনিতে ওই শিক্ষক রাত ৮টা থেকে নবম শ্রেণির পড়ুয়াদের পড়ান। কিন্তু শুক্রবার সন্ধ্যা ৭টার আগে তাঁর মেয়ে বইখাতা নিয়ে বাড়ি থেকে বেরোয়। মেয়ে বলে যায়, ‘‘স্যর আজ আগে পড়তে ডেকেছেন।’’

কিন্তু রাতে গৃহশিক্ষকের বাড়ি থেকে ফিরে কান্নায় ভেঙে পড়ে ১৪ বছরের মেয়ে। বাবা-মাকে সে জানায়, দুই সহপাঠী তাকে মিথ্যা কথা বলে ডেকে নিয়ে গিয়ে গৃহশিক্ষকের বাড়িতেই ধর্ষণ করেছে।

Advertisement

ওই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তদের আটক করে সিউড়ি থানার পুলিশ। শনিবার দুপুরে তাদের সিউড়ির জ়ুভেনাইল জাস্টিস বোর্ডে হাজির করানো হয়। পুলিশ এবং আদালত সূত্রে খবর, ধর্ষণে অভিযুক্ত দুই নাবালকের বিরুদ্ধে পকসো আইনে ৪ এবং ৬ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, ‘নির্যাতিতা’কে দুই সহপাঠী জানিয়েছিল শুক্রবার ৭টার সময় গৃহশিক্ষক তাঁর বাড়িতে যেতে বলেছেন। কিন্তু ওই সময় গৃহশিক্ষক নিজেই বাড়িতে ছিলেন না। ছেলেমেয়েদের পড়ানোর জন্য বাড়ির একটি ঘর বরাদ্দ করে রেখেছেন তিনি। ওই ছাত্রী এবং দুই ছাত্র সেই ঘরে গিয়ে বসে। অভিযোগ, ঘরে আর কেউ না থাকার সুযোগ নিয়ে দুই ছাত্র মিলে ধর্ষণ করেছে সহপাঠিনীকে।

পুলিশ জানিয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নাবালিকার মেডিক্যাল পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী সোমবার তার গোপন জবানবন্দি নেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement