সাপের বিষ উদ্ধার নৈহাটিতে, ধৃত ৭

ক্রেতা সেজে মঙ্গলবার নৈহাটিতে হানা দিয়েছিলেন কেন্দ্র ও রাজ্যের কিছু বনকর্তা। তাঁদের পাতা ফাঁদে পা দিয়ে ধরা পড়ে গেল সাপের বিষ পাচার চক্রের সাত জন। তবে মূল অভিযুক্ত পলাতক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০২:৪৭
Share:

উদ্ধার হওয়া সাপের বিষ। — নিজস্ব চিত্র।

ক্রেতা সেজে মঙ্গলবার নৈহাটিতে হানা দিয়েছিলেন কেন্দ্র ও রাজ্যের কিছু বনকর্তা। তাঁদের পাতা ফাঁদে পা দিয়ে ধরা পড়ে গেল সাপের বিষ পাচার চক্রের সাত জন। তবে মূল অভিযুক্ত পলাতক।

Advertisement

বন দফতর জানায়, ধৃতদের কাছ থেকে দু’টি বুলেটপ্রুফ বয়ামে প্রায় চার কিলোগ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। তার বাজারদর কোটি টাকারও বেশি। বয়ামে কোন সাপের বিষ আছে, তা জানার জন্য নমুনা পাঠানো হয়েছে ল্যাবরেটরিতে।

কেন্দ্রীয় বন মন্ত্রকের অধীন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরো সোমবার বিশেষ সূত্রে নৈহাটির ওই বিষ পাচার চক্রের হদিস পায়। তার পরেই পাতা হয় ফাঁদ।

Advertisement

বন্যপ্রাণ শাখার একটি সূত্র জানাচ্ছে, এর পিছনে আন্তর্জাতিক চক্র রয়েছে। বিশেষ করে ফ্রান্সের সঙ্গে একটি যোগসূত্র মিলেছে। বন দফতরের শীর্ষ কর্তারা জানান, সাপের বিষের চোরা কারবার উদ্বেগজনক ভাবে বে়ড়ে গিয়েছে। গত বছর শিলিগুড়ির কাছে বিষ পাচারের একটি চক্র ধরা পড়েছিল। বাজেয়াপ্ত করা হয়েছিল ছ’টি বয়াম ভর্তি সাপের বিষ। পাচার ক্রমশ বাড়তে থাকায় সর্পোদ্যান তৈরির অনুমতি দেওয়া আপাতত বন্ধ রেখেছে বন দফতর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement