মৃত মৎস্যজীবীর বাড়িতে আমরা আক্রান্তের দল

মৎস্যজীবীকে খুনে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে রবিবার মৃতের বাড়ি গেল ‘আমরা আক্রান্ত’ এবং ‘জননী যন্ত্রনা’ বলে দু’টি সংগঠনের প্রতিনিধি দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কুলতলি শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৬ ০২:১২
Share:

মৃতের বাড়িতে কান্তি গঙ্গোপাধ্যায়। নিজস্ব চিত্র।

মৎস্যজীবীকে খুনে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে রবিবার মৃতের বাড়ি গেল ‘আমরা আক্রান্ত’ এবং ‘জননী যন্ত্রনা’ বলে দু’টি সংগঠনের প্রতিনিধি দল। দু’টি পৃথক প্রতিনিধি দলে ছিলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়, স্থানীয় বিধায়ক রামশঙ্কর হালদার, অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, রাজ্যে মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান ভারতী মুৎসুদ্দি, কবি মন্দাক্রান্তা সেন, মইদুল ইসলাম প্রমুখ।

Advertisement

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ১২ ডিসেম্বর মাছ চোর সন্দেহে কুলতলির ১ নম্বর মধুসূদন গ্রামের মৎস্যজীবী সুশান্ত মাঝিকে সালিশি সভায় ডেকে মারধরের অভিযোগ ওঠে কুলতলি ব্লক তৃণমূল সভাপতি গোপাল মাঝি-সহ কয়েক জনের বিরুদ্ধে। এর পর ওই মৎস্যজীবী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ১৩ ডিসেম্বর কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তাঁর। গোপাল মাঝি-সহ ১৩ জনের বিরুদ্ধে কুলতলি থানায় অভিযোগ করে মৃতের পরিবার। এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হলেও বাকিরা পলাতক।

এ দিন কান্তিবাবু বলেন, ‘‘মূল অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার জামতলা বাজারে প্রতিবাদ সভা করা হবে। সেখানে কোনও দলের পতাকা থাকবে না।’’ যদিও সব অভিযোগ অস্বীকার করে গোপালবাবুর দাবি, ‘‘আমি নির্দোষ। আমাকে ফাঁসানো হয়েছে।’’

Advertisement

পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন