ছুটি কাটাতে বাড়ি এসেছিলেন ভাই। সাত দিন পরেই ফের সৌদি আরবে কাজে ফিরে যাওয়ার কথা। কিন্তু তা আর হল না। সম্পত্তির অশান্তির জেরে দাদার হাতে খুন হতে হল তাঁকে। গোলমালের সময়ে বাবা ভাইয়ের পক্ষ নেওয়ায় তাঁকেও বটি দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে।
সোমবার রাতে ঘটনাটি ঘটেছে নামখানার রাধানগর গ্রামে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সন্তোষ মাইতি (৬৫) এবং গৌরাঙ্গ মাইতি (৩৫)। গৌরাঙ্গের স্ত্রী মমতার অভিযোগের ভিত্তিতে রতন মাইতি নামে ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে সন্ধ্যা থেকেই ঝামেলা চলছিল মাইতি বাড়িতে। অল্প জমিজমা রয়েছে পরিবারটির। দুই ভাই বিদেশে কাজ করেন। বদ মেজাজি বলে পরিচিত বছর চল্লিশের রতন। ঘটনার পরে এলাকা ছেড়ে পালিয়েছে সে। পুলিশ দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়।