সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছেলেদের মধ্যে ফুটবল, ভলিবল এবং ক্রিকেট খেলায় উৎসাহ বাড়াতে উদ্যোগী হল হাসনাবাদের শুলকুনী ফণীন্দ্র স্টুডেন্ট সঙ্ঘ। সম্প্রতি এলাকার ১০টি ক্লাবের ছেলেদের হাতে খেলার সরঞ্জাম তুলে দেওয়া হয়।
তা ছাড়া পল্লি মিলন উৎসব ২০১৬ উপলক্ষে ওই ক্লাবেরই সদস্যরা শিশু, কিশোরদের নিয়ে নানা খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সম্প্রতি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতাও হয়। অনুষ্ঠানের দিনগুলিতে উপস্থিত ছিলেন টাকি রামকৃষ্ণ মিশন হাইস্কুলের প্রধান শিক্ষক কল্যাণেশানন্দ, পঞ্চায়েত প্রধান প্রদীপ মল্লিক, রবীন্দ্রনাথ মান্না, মধুসুধন মণ্ডল, চিন্ময় আদক প্রমুখ। অনুষ্ঠানের পাশাপাশি ছিল ছাত্রছাত্রীদের হস্ত শিল্প এবং ছবির প্রর্দশনী।
ক্লাবের পক্ষে মনোতোষ মাইতি, তীর্থেন্দু মাইতিরা বলেন, ‘‘এখানকার মানুষ শহরের সংস্কৃতির সঙ্গে খুব একটা পরিচিত নয়। তাঁদের কথা ভেবে এবং এলাকার শিশুদের আনন্দ দিতে গত সাত বছর ধরে এই উৎসবের আয়োজন করা হয়েছিল।’’