স্কুলে বসেই হাতে মেহেন্দি, শাসন শিক্ষিকার

ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ক্যানিঙের তালদি সুরবালা গার্লস হাইস্কুলে। ছাত্রীটি জীবনতলার খুঁচিতলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ক্যানিং শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৬ ০১:৩৪
Share:

ছাত্রীকে মারধরের অভিযোগ উঠল শিক্ষিকার বিরুদ্ধে। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ক্যানিঙের তালদি সুরবালা গার্লস হাইস্কুলে। ছাত্রীটি জীবনতলার খুঁচিতলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

পুলিশ ও স্কুল সুত্রের খবর, এ দিন স্কুলে টিফিনের সময় মেয়েটি বন্ধুদের সঙ্গে ক্লাসে বসে হাতে মেহেন্দি পরে। বিষয়টি নজরে পড়ে ওই শিক্ষিকার। অভিযোগ, এরপরেই ওই শিক্ষিকা কোনও কথা না শুনে মারধর শুরু করেন। বাড়ি ফিরে রাতে অসুস্থ হয়ে পড়ে ছাত্রীটি। তাকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তার মা থানায় অভিযোগ করেন।

ছাত্রীর মায়ের কথায়, ‘‘আমার মেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। আর স্কুলে যেতে চাইছে না। আমরা তো ছেলেমেয়েদের স্কুলে পড়াতে পাঠাই। সেখানে শিক্ষিকারা প্রয়োজনে শাসন করতেই পারেন। তা বলে এমন ভাবে মারধর না করাই উচিত।’’

Advertisement

স্কুলের প্রধান শিক্ষিকা লিপি ভট্টাচার্য বলেন, ‘‘আমি ছুটিতে আছি। স্কুলে এমন একটি ঘটনার কথা শুনেছি। স্কুলে ফিরে সকলের সঙ্গে কথা বলব।’’

স্কুলের পরিচালন সমিতির সভাপতি দেবু হালদার জানান, তাঁর কাছে যতদূর খবর, তাতে ওই ছাত্রীকে মারধর করা হয়নি। তাকে বকাবকি করা হয়েছিল এবং বাড়ির ফোন নম্বর চাওয়া হয়েছিল। তাতেই ওই ছাত্রী ভয় পেয়ে কান্নাকাটি করে।

শিক্ষিকার সঙ্গে অবশ্য কোনও ভাবে যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন