পতাকা না তোলায় স্কুলে বিক্ষোভ পড়ুয়াদের

জাতীয় পতাকা না তোলার প্রতিবাদে শিক্ষকদের স্কুলের একটি ঘরে তালা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখাল পড়ুয়া এবং গ্রামবাসীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০২:৫৮
Share:

জাতীয় পতাকা না তোলার প্রতিবাদে শিক্ষকদের স্কুলের একটি ঘরে তালা বন্ধ করে আটকে রেখে বিক্ষোভ দেখাল পড়ুয়া এবং গ্রামবাসীরা।

Advertisement

স্বাধীনতা দিবসে, মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বসিরহাটের দক্ষিণ কোদালিয়া গ্রামের অরবিন্দ প্রাথমিক এফপি স্কুলে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশিস মজুমদার বলেন, ‘‘দমদম থেকে আসার কারণে সোমবার স্কুলে পৌঁছতে সাড়ে ১০টা বেজে গিয়েছিল। সে কারণে জনতা আর আমাকে স্কুলে ঢুকতে দেয়নি।’’ এ দিন স্কুলে বিক্ষোভকারীরা বাইরে থেকে গ্রিলে তালা দিয়ে দিয়েছে বলে তিনি জানান।

গ্রামবাসীদের অভিযোগ, শিক্ষকদের দায়িত্বহীন মনোভাবের কারণে স্কুলটিতে পড়াশোনা ঠিকমতো হয় না। নিয়মিত মিড-ডে মিলের খাবারও মেলে না।

Advertisement

এ প্রসঙ্গে শুভাশিসবাবু জানান, পড়াশোনায় কিছু সমস্যা আছে ঠিকই। কিন্তু অভিভাবকেরা যতটা বলছেন ততটা নয়। স্কুল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা ১০৮ জন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং পার্শ্বশিক্ষক-সহ মোট ৩ জন। বিক্ষোভকারীদের মধ্যে রুস্তম আলি, রবিউল ইসলাম সর্দার, আলাউদ্দিন গাজি, কামারুজ্জ্বামান, হাফিজুল সর্দার জানান, শিক্ষকেরা যখন তখন স্কুলে ঢোকেন এবং বেরিয়েও যান। এতে পড়াশোনা লাটে উঠতে বসেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন