ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরীর

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইন পার হতে গিয়ে ওই কিশোরী শিয়ালদহ থেকে বনগাঁগামী ট্রেনে ধাক্কা খায়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অদিতির ভেঙে যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাবরা শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৭ ০১:৪০
Share:

শোকার্ত: কান্নায় ভেঙে পড়েছেন বাবা। নিজস্ব চিত্র

ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৯টা নাগাদ, বনগাঁ-শিয়ালদহ শাখার সংহতি স্টেশনের কাছে। মৃতার নাম অদিতি মুখোপাধ্যায় (১৩)। বাড়ি ঘোলা থানার উসমপুর বটতলা এলাকায়। সে অষ্টম শ্রেণিতে পড়ত। বনগাঁ জিআরপি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। দেহটি ময়না-তদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

জিআরপি ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অদিতি বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বেরোয়। রাতে ফেরেনি। পেশায় বেসরকারি সংস্থার কর্মী বাবা দীপককুমার মুখোপাধ্যায় বলেন, ‘‘কাছে আমাদের আরও একটি বাড়ি রয়েছে। মেয়ে সেখানে যেত। ভেবেছিলাম সেখানেই গিয়েছে। কিন্তু বাড়ি ফিরছে না দেখে খোঁজাখুঁজি শুরু করি। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানতে পারি।’’

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাইন পার হতে গিয়ে ওই কিশোরী শিয়ালদহ থেকে বনগাঁগামী ট্রেনে ধাক্কা খায়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে অদিতির ভেঙে যাওয়া মোবাইল ফোন উদ্ধার হয়েছে। অন্য ফোনে সিম ঢুকিয়ে জিআরপি ওসি লোকনাথ ঘোষ ওই কিশোরীর এক পরিচিত ব্যক্তিকে ফোন করেন। ওই ব্যক্তি কিশোরীর বাড়িতে খবর দেন।

Advertisement

বৃহস্পতিবার সকালে অদিতির পরিবারের লোকজন বনগাঁ হাসপাতালে এসে দেহ সনাক্ত করেন। দীপকবাবু বলেন, ‘‘মেয়ে কখনও একা বাড়ি থেকে বেরোত না। কোথাও যেতে হলে আমার সঙ্গে যেত। কী ভাবে এত দূর চলে এল, বুঝতে পারছি না। বাড়িতে কোনও অশান্তিও হয়নি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন