ঠিকাকর্মীদের কর্মবিরতি

এক ঠিকাদারকে বেআইনি ভাবে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন বিদ্যুৎ দফতরের বনগাঁ মহকুমার ঠিকাদার ও ঠিকাকর্মীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৭ ০১:২৮
Share:

বিক্ষোভ চলছে। —নিজস্ব চিত্র।

এক ঠিকাদারকে বেআইনি ভাবে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ তুলে বৃহস্পতিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন বিদ্যুৎ দফতরের বনগাঁ মহকুমার ঠিকাদার ও ঠিকাকর্মীরা। এর ফলে বিদুৎ পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ওই ঠিকাদারকে কাজে ফিরিয়ে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন ঠিকা কর্মীরা। বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্নীতির অভিযোগ ছিল ওই ঠিকাদারের বিরুদ্ধে। তাই চুক্তি শেষ হওয়ার পরে আর তা নবীকরণ করা হয়নি। তবে এর জেরে গ্রাহক পরিষেবায় কোনও অসুবিধা হচ্ছে না বলে তাঁদের দাবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement