Coronavirus

ত্রাণ বিলিতে ভাঙল বিধি

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমপান পরবর্তী দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে যুব তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুন ২০২০ ০৩:১৫
Share:

গায়ে-গায়ে: ভিড়ে ঠাসা অবস্থা। ছবি: সামসুল হুদা

ত্রাণ নিতে গিয়ে ভাঙল শারীরিক দূরত্ব বিধি। হুড়োহুড়ো, ধাক্কাধাক্কির মধ্যে অনেকে ত্রাণ না পেয়ে পরে ক্ষোভ প্রকাশ করেন। ত্রাণ নিতে আসা অধিকাংশ লোকজনের মুখে মাস্কও ছিল না। এমনকী নেতাদের অনেকেও মাস্ক পরেননি বলে দেখা গেল। কারও কারও আবার মাস্ক ঝুলছিল থুতনির তলায়।

Advertisement

ভাঙড়ে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানেই রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে এ ধরনের অনুষ্ঠান নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে।

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমপান পরবর্তী দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে যুব তৃণমূল। মঙ্গলবার ভাঙড় ২ ব্লক প্রাঙ্গণ ও ভাঙড় ১ ব্লকের ঘটকপুকুর চৌমাথায় প্রায় দু’হাজার মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি সওকত মোল্লা, ভাঙড় ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শাজাহান মোল্লা, ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আরাবুল ইসলাম, তৃণমূল নেতা ওহিদুল ইসলাম সহ অন্যান্যরা।

Advertisement

এ দিন ত্রাণ বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু সাধারণ মানুষ ভিড় করেন। যদিও দলের পক্ষ থেকে আগেই দুর্গত মানুষের মধ্যে কুপন বিতরণ করা হয়েছিল। অভিযোগ, তারপরেও বেশ কিছু স্থানীয় নেতা ত্রাণ দেওয়া হবে বলে সঙ্গে করে লোকজন নিয়ে আসেন। এ দিন ত্রাণ বিতরণ অনুষ্ঠান মঞ্চের সামনে লোকজন লাইন না দিয়ে নিজেদের মধ্যে ঠেলাঠেলি করতে থাকেন। ভিড় সামলাতে গিয়ে নাজেহাল হন স্বেচ্ছাসেবকেরাও।

সওকত বলেন, ‘‘যাঁদের ত্রাণ দেওয়া হবে, তাঁদের জন্য আগে থেকেই কুপন বিলি করা হয়েছিল। কিন্তু তারপরেও বহু মানুষ চলে এসেছিলেন। আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার। বার বার সকলকে শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেছিলাম। সংকীর্ণ জায়গার মধ্যে অনেকেই হয় তো সেটা মানতে পারেননি। মুখে মাস্ক পরার জন্য আমরা মানুষকে বলছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement