চিকিৎসক হতে চায় ৩ কৃতী

এ বারে মাধ্যমিকে জোড়া সাফল্য অশোকনগরের। কচুয়া মোড়ের বাসিন্দা দেবাঞ্জন সরকার ও ঈশ্বরীগাছার ঈশিকা বিশ্বাস নবম হয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮২।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কাকদ্বীপ ও অশোকনগর শেষ আপডেট: ২৮ মে ২০১৭ ০৪:৫৪
Share:

সফল: মাসুম। নিজস্ব চিত্র

গত বারের মতো এ বারও মাধ্যমিকে ভাল ফল করেছে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দির এবং অশোকনগর।

Advertisement

মধ্যশিক্ষা পর্ষদের তালিকা অনুযায়ী রাজ্যে চতুর্থ স্থান পেয়ে কাকদ্বীপ সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরকে আবার প্রচারের আলোয় এনেছে মহম্মদ মাসুম আখতার। তার প্রাপ্ত নম্বর ৬৮৭। মা মনিরা বেগম স্কুলশিক্ষিকা। বাবা মহম্মদ শহিদুল ইসলাম মণ্ডল কাকদ্বীপ এসডিও অফিসের কর্মী। তিনি জানান, ছেলেকে কখনওই পড়াশোনার কথা বলতে হয়নি। পড়াশোনার পাশাপাশি ফুটবল, ক্রিকেট, ক্যুইজ সবেতেই উৎসাহ আছে। প্রধান শিক্ষক শ্যামসুন্দর জানা বলেন, ‘‘স্কুলের সাফল্য ধরে রাখার পিছনে শিক্ষকদের টিমওয়ার্ক রয়েছে।’’ মাসুমের কথায়, ‘‘ইচ্ছে চিকিৎসক হওয়ার।’’

এ বারে মাধ্যমিকে জোড়া সাফল্য অশোকনগরের। কচুয়া মোড়ের বাসিন্দা দেবাঞ্জন সরকার ও ঈশ্বরীগাছার ঈশিকা বিশ্বাস নবম হয়েছে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮২।

Advertisement

দেবাঞ্জন অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের ছাত্র। বাবা দেবপ্রিয় সরকার মুহুরির কাজ করেন। মা জয়ন্তীদেবী ঘর সামলান। স্কুলের শিক্ষকেরা তাকে সাহায্য করেছেন। অবসর সময়ে সে গল্পের বই পড়ে।

অন্য দিকে, ঈশিকা হাবরার কামিনীকুমার গালর্স স্কুল থেকে পরীক্ষা দিয়েছে। সুখবর সে প্রথম তার এক বন্ধুর কাছ থেকে পায়। ঈশিকা ও দেবাঞ্জন দু’জনেরই স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানো।

সফল: (বাঁ দিক থেকে) মাসুম, ঈশিকা ও দেবাঞ্জন। নিজস্ব চিত্র

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন